কলকাতা, ২৬ সেপ্টেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই জামিন পাওয়ার পরে তাঁর জেলমুক্তিতে আর কোনও বাধা রইল না। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির সব মামলা থেকেই জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাই কোর্টে বিচারপতি শুভ্রা ঘোষ শর্তসাপেক্ষে পার্থের জামিনের আবেদন মঞ্জুর করেন। বিচারপতি ঘোষের এজলাসে পার্থের জামিনের মামলার শুনানি শেষ হয়েছিল গত ১৫ সেপ্টেম্বর। তিনি রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন। আর শুক্রবার জামিন পেলেন পার্থ।