
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি : বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পরে শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে রাজনাথ লিখেছেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অকাল প্রয়াণের খবরে গভীর ভাবে মর্মাহত ও ব্যথিত। দীর্ঘ জীবন জুড়ে তিনি মহারাষ্ট্রের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। জনগণের প্রতি তাঁর মমত্ববোধ এবং জনসেবার প্রতি তাঁর অটল নিষ্ঠার জন্য তিনি পরিচিত ছিলেন। তাঁর পরিবার, শুভাকাঙ্খী এবং অনুরাগীদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই।
উল্লেখ্য, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার বুধবার সকালে বারামতী বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টার সময় বিমান দুর্ঘটনায় মারা যান। এই খবরের জেরে রীতিমতো দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে এবং দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, অজিত ছাড়াও মৃতদের তালিকায় রয়েছেন এনসিপি নেতার দুই নিরাপত্তাকর্মী, দু’জন বিমানকর্মী (এক জন পাইলট, অপর জন ফার্স্ট অফিসার)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানেই ছিলেন শরদ পাওয়ারের ভ্রাতুষ্পুত্র তথা এনসিপি প্রধান অজিত।
Deeply shocked and pained to learn about the untimely demise of Maharashtra’s Deputy Chief Minister, Shri Ajit Pawar.
— Rajnath Singh (@rajnathsingh) January 28, 2026
Throughout his long public life, he remained committed to the development and prosperity of Maharashtra. He was known for his compassion for the people and his…
