kolkata

3 hours ago

Recruitment: টেট পাশ প্রার্থীদের জন্য সুখবর, প্রাথমিকে ১৩,৪২১ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি!

Education Department to release notification for 13,421 primary school teacher recruitment
Education Department to release notification for 13,421 primary school teacher recruitment

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুজোর পর রাজ্য সরকার প্রাথমিক স্তরে ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে চলেছে। এ বিষয়ে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নিয়োগ প্রক্রিয়ায় ২০২২ ও ২০২৩ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরাও সুযোগ পাবেন। শিক্ষক নিয়োগ নিয়ে এদিন এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “আসন্ন শারদীয়ায় বাংলার যুবক-যুবতীদের শিক্ষক পদপ্রার্থীদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৩,৪২১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর পরই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পর্ষদ। সকল চাকরি প্রার্থীদের জন্য রইলো আগাম শুভেচ্ছা।”

বুধবার ২০২৩ সালের প্রাথমিকের টেটের ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২৩ সালে টেট উত্তীর্ণ হয়েছেন ৬,৭৫৪ জন। ২০২২ সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ হলেও সংরক্ষণ নিয়ে মামলার জটিলতার কারণে নিয়োগ করা যাচ্ছিল না। আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ২০২২ সালের টেট উত্তীর্ণদের দুশ্চিন্তা করার কারণ নেই। শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেইমতো এদিন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

প্রাথমিকের নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন, “মামলার কারণে এতদিন প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা যাচ্ছিল না। মামলার জটিলতা কাটতেই নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেল বিজ্ঞপ্তি জারি করার মধ্যে দিয়ে। সকল টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।” পর্ষদের জারি করা বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং আবেদন পত্রের ফি’র কথা বলা হয়েছে। সাধারণ ক্যাটেগরি চাকরিপ্রার্থীদের আবেদন পত্রের ফি ৬০০ টাকা, ওবিসি এ ও বি প্রার্থীদের ৫০০ টাকা এবং এসসি-এসটি প্রার্থীদের ৩০০ টাকা আবেদন পত্রে ফি ধার্য করা হয়েছে। চলতি বছরের ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে রাজ্যের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩৫ হাজারের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগও হবে বলে জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই ওই শূন্যপদগুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ইতিমধ্যে সেই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে রাজ্যজুড়ে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

You might also like!