Country

2 hours ago

DA hike : ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের

DA hike (symbolic picture)
DA hike (symbolic picture)

 

নয়াদিল্লি, ১ অক্টোবর : পুজোর মধ্যে সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। এর ফলে, মূল বেতন এবং পেনশনের হার ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশে পৌঁছবে। নবমীর দিনই এই বড় ঘোষণা করা হয়েছে। সামনেই রয়েছে দশেরা ও দিওয়ালির মতো উৎসব। তার আগে এই প্রাপ্তি স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এনেছে কর্মীদের মধ্যে।বিগত ১ জুলাই থেকে কার্যকর হবে এই নয়া ঘোষণা। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। তাঁদের মধ্যে ৪৯.১৯ লক্ষ কর্মী ও ৬৮.৭২ লক্ষ পেনশনভোগী।

You might also like!