Country

2 hours ago

Sharidya Navratri 2025 Day 3: নবরাত্রির তৃতীয় দিনে পূজিত দেবী চন্দ্রঘণ্টা, বৈষ্ণোদেবীতে ভক্তদের ঢল

Navratri Day 3 Maa Chandraghanta Devi
Navratri Day 3 Maa Chandraghanta Devi

 

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : নবরাত্রির তৃতীয় দিনে বুধবার পূজিত হচ্ছেন দেবী চন্দ্রঘণ্টা। এমন পবিত্র দিনে পুজো দিতে বৈষ্ণোদেবীতে ভক্তদের ঢল নেমেছে। দীর্ঘ লাইন থাকা সত্ত্বেও ভক্তরা ভজন গেয়ে মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকেন। পরিবেশ একেবারে ভক্তিপূর্ণ। ৯ দিনব্যাপী শারদীয়া নবরাত্রি উদযাপনে ভক্তদের ক্রমবর্ধমান ভিড় নিয়ন্ত্রণে, নির্বিঘ্নে দর্শন এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য শ্রাইন বোর্ড এবং স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালে সামাজিক মাধ্যমে জানিয়েছেন, "নবরাত্রির তৃতীয় দিন শান্তি, সাহস এবং নির্ভীকতার প্রতীক দেবী চন্দ্রঘণ্টার আরাধনার জন্য উৎসর্গীকৃত। দেবীর আশীর্বাদ সকলের জীবনে ইতিবাচকতা বয়ে আনুক। আমি কামনা করি, দেবীর আশীর্বাদ দেশজুড়ে আমার পরিবারের সদস্যদের জন্য সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।"

You might also like!