Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

West Bengal

1 month ago

Kalyani News : কল্যাণীতে জাল ভোটার ও আধার কার্ড চক্রের হদিশ, আটক ১!

1 person arrested for making fake voter cards in Kalyani
1 person arrested for making fake voter cards in Kalyani

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফের জাল ভোটার, রেশন ও আধার কার্ড চক্রের সন্ধান। গয়েশপুর পুলিশ ফাঁড়ির অভিযানে বাড়ি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি থেকে একাধিক জাল রেশন, আধার এবং ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৭ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

ধৃতের নাম সুমন কল্যাণ বালা। বয়স ৪৮। তিনি কল্যাণীর সগুনা গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম এলাকার বাসিন্দা। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ধৃতের বাড়িতে অভিযান চালায় গয়েশপুর ফাঁড়ির পুলিশ। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক ভুয়ো পরিচয়পত্র। তারপরই সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের চোখে ধুলো দিয়ে জাল আধার এবং ভোটার কার্ড তৈরি করা হচ্ছিল। অবৈধভাবে গোপনে চলছিল এই কাজ। মোটা টাকার বিনিময়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়া হত বলে অভিযোগ। সেই খবর পেয়ে শনিবার ধৃতের বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী।

উল্লেখ্য, মুর্শিদাবাদ থেকে জাল ভোটারকার্ড চক্র পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, যার একজন ছিলেন বেসরকারি ব্যাংকের কর্মী। তাদের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্রিন্টার এবং একাধিক মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছিল। এবার কল্যাণী থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

You might also like!