Horoscope

2 hours ago

Horoscope: কালা যোগে আশীর্বাদ, আগামী সপ্তাহে নতুন অধ্যায় শুরু করবে এই ৫ রাশি!

Horoscope next week
Horoscope next week

 

আগামী সোমবার, ৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে নতুন সপ্তাহ, যার প্রথম দিন পালিত হবে কোজাগরী লক্ষ্মীপুজো। শারদপূর্ণিমার সঙ্গে মিলিত হয়ে এই সপ্তাহে চন্দ্র ও শুক্র পরস্পরের সঙ্গে সমসপ্তক যোগ গঠন করবে। সিংহ রাশিতে শুক্র এবং কুম্ভ রাশিতে চাঁদের অবস্থানের কারণে তৈরি হবে কালা যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কালা যোগের প্রভাবে জাতকের জীবনমান ও মর্যাদা বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতি সম্ভাব্য। চলুন জেনে নেওয়া যাক, লক্ষ্মীপুজো দিয়ে শুরু হতে চলা আগামী সপ্তাহে কোন কোন রাশির জাতকের ভাগ্য খোলার সম্ভাবনা বেশি।

মেষ রাশি

আগামী সপ্তাহ সৌভাগ্যে পূর্ণ হবে মেষ রাশির জাতকদের জন্য। সপ্তাহের শুরুতেই কোথাও বেড়াতে যেতে পারেন। এই সফর দারুণ সুখের হতে চলেছে। চাকরিজীবীরা বড় সাফল্য পাবেন লক্ষ্মীপুজোর সপ্তাহে। দেবীর কৃপায় আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। যে প্রোমোশনের জন্য অপেক্ষা করছিলেন, তা পেতে পারেন।

সিংহ রাশি

আগামী সপ্তাহে সৌভাগ্যের দরজা খুলে যাবে সিংহ রাশির জাতকদের। এই সপ্তাহে সব কাজে সৌভাগ্য লাভ করবেন। বিদেশে চাকরিরতরাও লাভবান হবেন। কেরিয়ারে উন্নতির পথে সব বাধা কেটে যাবে। যে সব সমস্যা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে, তা আগামী সপ্তাহে দূর হয়ে যাবে। বিরোধীরা চেষ্টা করেও ক্ষতি করতে পারবে না।

তুলা রাশি

নতুন সপ্তাহে সৌভাগ্য শীর্ষে থাকবে তুলা রাশির জাতকদের। কালা যোগের শুভ ফল সম্পূর্ণ লাভ করবেন। এই সপ্তাহে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করবেন আপনি। একের পর লাভ করতে পারবেন। বিশেষ করে রাজনীতির সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা এই সপ্তাহে বড় সাফল্য পাবেন।

 বৃশ্চিক রাশি

আগামী সপ্তাহে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে বৃশ্চিক রাশির জাতকদের ওপর। এর ফলে কেরিয়ার সংক্রান্ত বড় সাফল্য পাবেন। সপ্তাহের শুরুতেই সুখবর পেতে পারেন। কর্মরতা মহিলারা বড় সাফল্য পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে সাফল্য পেতে পারেন।

ধনু রাশি

নতুন সপ্তাহে কালা যোগের প্রভাবে সৌভাগ্যে সোনার চমক লাগবে ধনু রাশির জাতকদের। এই সপ্তাহে মনের সব ইচ্ছে পূরণ হতে পারে। পরিশ্রমের সম্পূর্ণ ফল লাভ করবেন। যে কাজ আপনি অনেকদিন ধরে করছেন, তার ফল লাভ করবেন। পরিবারের সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। জমি বাড়ি সংক্রান্ত সুখবর পাবেন।

You might also like!