Game

5 hours ago

Manchester United 2-0 Sunderland: প্রিমিয়ার লিগ, এক ম্যাচ পর জয়ে ফিরলো ম্যান ইউনাইটেড

Manchester United 2-0 Sunderland; Premier League
Manchester United 2-0 Sunderland; Premier League

 

ম্যানচেস্টার, ৫ অক্টোবর : সান্ডারল্যান্ডকে হারিয়ে আবার জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ম্যাচের ৮ মিনিটে প্রথম গোলটি করেন মাউন্ট। আর ৩১ মিনিটে দ্বিতীয় গোলটি আসে সেসকোর পা থেকে। ঘরের মাঠে জিতে আপাতত অষ্টম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। ৭ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১০। ১ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে ৭ নম্বরে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সান্ডারল্যান্ড। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে দুই দলই ছিল প্রায় সমান-সমান। গোলের জন্য ১৫ শট নিয়েছিলো ইউনাইটেড, তার মধ্যে লক্ষ্যে তারা রাখতে পেরেছে মাত্র ৬টি। বিপরীতে সান্ডারল্যান্ড শট নিয়েছিল ৮টি, তার মধ্যে লক্ষ্যে ছিলো মাত্র ৩টি।

You might also like!