Entertainment

2 hours ago

Abhishek Bachchan Shoaib Akhtar : সোশ্যাল মিডিয়ায় হইচই, শোয়েব আখতারের নাম ভুল করে বিতর্কে জড়ালেন অভিষেক বচ্চন

Abhishek Bachchan Shoaib Akhtar
Abhishek Bachchan Shoaib Akhtar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: একচল্লিশ বছর পর এশিয়া কাপের ফাইনালে আবার মুখোমুখি ভারত ও পাকিস্তান। ইতিমধ্যেই চলতি টুর্নামেন্টে দু’বার পাকিস্তানকে বিধ্বস্ত করেছে ভারত। আর এই দু’জয়েও প্রধান নায়ক হিসেবে রয়েছেন অভিষেক শর্মা। রবিবারের চূড়ান্ত ম্যাচের আগে তাই পাক ক্রিকেট সমর্থকদের মনে শর্মার নাম শুনলেই যেন ‘ভূত’ দেখা দেয়। এমনকি এক চ্যাট শোতে ফাইনালে পাকিস্তানের সম্ভাবনা আলোচনা করতে গিয়ে খোদ শোয়েব আখতার ভুলবশত ‘অভিষেক শর্মা’র বদলে ‘অভিষেক বচ্চন’ বলে বসেন। প্যানেলের বাকি সদস্যরাও হেসে ফেলেন শোয়েবের এই ভুলে। আর সেই মুহূর্তের ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই শোয়েব নিজেই হয়ে যান অভিষেক বচ্চনের নতুন মিমের কেন্দ্রবিন্দু।

সংশ্লিষ্ট চ্যাট শোয়ে শোয়েব বলতে চেয়েছিলেন, অভিষেক শর্মাকে আউট করার ব্যাপারে মনোযোগী হতে হবে পাকিস্তানকে। কেন? ব্যখ্যা করতে গিয়ে আখতার বলেন, “আমার কথা মনে রেখো, অভিষেক বচ্চন (শর্মা) যদি প্রথম দুই ওভারে আউট হয়ে যায়, তাহলে ওরা সমস্যায় পড়বে। সেই কারণে অভিষেকের দুর্বলতা খুঁজে বল করা দরকার। ব্যাপারটা এমন নয় যে, অভিষেক বল ভুল করবে না। ও ভুল করবেই।…” অভিষেকের ভয়ে কাঁটা পাক ক্রিকেট দলকে তাই তক্কে তক্কে থাকার পরামর্শ দিচ্ছিলেন শোয়েব। আর সেটা করতে গিয়েই টেনে আনলেন জুনিয়র বচ্চনকে। যদিও ভুলবশত তিনি ওই মন্তব্য করেন, তবে ছেড়ে দেওয়ার পাত্র নন বচ্চনপুত্রও। তাঁর সিনেমার পারফরম্যান্স নিয়ে কটাক্ষ-সমালোচনার মাঝে চুপ থাকলেও, দেশের ক্রিকেট টিমের পারফরম্যান্স নিয়ে কথা উঠতেই চুপ করে থাকতে পারলেন না তিনি। শোয়েবের উদ্দেশে রে-রে করে উঠলেন জুনিয়র বচ্চন।

এক হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করে অভিষেকের মন্তব্য, “যথেষ্ট সম্মানের সাথেই বলছি, ভাববেন না যে পাকিস্তান আমাকেও হারাতে পারবে। আমি ক্রিকেটে পারদর্শী না হলেও আমাকে হারানো সম্ভব নয়।” বচ্চনপুত্রর এহেন মন্তব্যে নেটভুবনে হাসির রোল। ফাইনালের আগে পাকিস্তানকে একহাত নেওয়ায় আবার অনেকে অভিনেতাকে বাহবাও দিচ্ছেন।


You might also like!