দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠতে চলেছে সমগ্র দেশ। হিন্দু শাস্ত্র মতে তিনি হলেন স্থপতি, যন্ত্রপাতি, যানবাহন ও নির্মাণকলার দেবতা। ইঞ্জিনিয়ার, মেকানিক থেকে শুরু করে কারখানার কর্মীরা এই দিনে বিশেষভাবে বিশ্বকর্মার পুজো করেন। কথিত আছে, পুরীর রাজার অনুরোধে জগন্নাথ ধামের বিখ্যাত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তাই তাঁকে দেবশিল্পী বলেই মানা হয়।
প্রতি বছর সেপ্টেম্বর মাসে ১৭তারিখে পালিত হয় এই পুজো। কিন্তু চলতি বছরে বিশ্বকর্মা পুজো নিয়ে তৈরি হয়েছিল ধন্দ—কবে পুজো, ১৭ না ১৮ সেপ্টেম্বর? শাস্ত্র অনুসারে তিথি নির্ধারিত হয় চন্দ্রের গতির উপর, কিন্তু বৈদিক দেবতা বিশ্বকর্মার পুজোর শুভক্ষণ নির্ধারণ হয় সূর্যের গতির ভিত্তিতে। শাস্ত্রমতে, দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা। আগামী ৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, বুধবার এইবছর বিশ্বকর্মা পুজো। আরাধনার শুভ সময় কখন? জেনে নিন এই প্রতিবেদনে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে তিথি শুরু ৩১ ভাদ্র। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৭ সেপ্টেম্বর, বুধবার। একাদশী থাকছে রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত।
অমৃতযোগ রয়েছে সকাল ৭টা ৪ মিনিটের মধ্যে। আবার শুরু সকাল ৯টা ২৯ মিনিট থেকে সকাল ১১টা ৭ মিনিট পর্যন্ত। দুপুর ৩টে ৯ মিনিট থেকে বিকেল ৪টে ৪৬ মিনিট পর্যন্ত। সন্ধে ৬টা ২২ মিনিট থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত।
মাহেন্দ্রযোগ শুরু দুপুর ১টা ৩২ মিনিট থেকে দুপুর ৩টে ৯ মিনিট পর্যন্ত। এবং রাত ৮টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, ৩১ ভাদ্র। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৭ সেপ্টেম্বর, বুধবার। একাদশী তিথি থাকছে রাত ১টা ২৩ মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত।
অমৃতযোগ রয়েছে সকাল ৭টা ৩ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে। ৯টা ২৯ মিনিট ২৪ সেকেন্ড থেকে ১১টা ৬ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত। দুপুর ৩টে ১০ মিনিট ২৩ সেকেন্ড থেকে বিকেল ৪টে ৪৭ মিনিট ৪৮ সেকেন্ড পর্যন্ত। সন্ধে ৬টা ২৩ মিনিট ৪৮ সেকেন্ড থেকে রাত ৮টা ৪৫ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত। এবং ১টা ২৯ মিনিট ২৪ সেকেন্ড থেকে ৫টা ২৬ মিনিট ৯ সেকেন্ড পর্যন্ত।
মাহেন্দ্রযোগ শুরু দুপুর ১টা ৩২ মিনিট ৫৮ সেকেন্ড থেকে ৩টে ১০ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত। এবং রাত ৮টা ৪৫ মিনিট ৪০ সেকেন্ড থেকে ১০টা ২০ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত।