Country

1 hour ago

HM Amit Shah: অনুপ্রবেশকারীদের চাকরি দিচ্ছে রাহুল ও তাঁর কোম্পানি, তোপ অমিত শাহের

HM Amit Shah
HM Amit Shah

 

রোহতাস, ১৮ সেপ্টেম্বর : ভোটব্যাঙ্কের জন্য দেশের তরুণদের পরিবর্তে, অনুপ্রবেশকারীদের চাকরি দিচ্ছে রাহুল গান্ধী ও তাঁর কোম্পানি। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বৃহস্পতিবার বিহারের রোহতাসে বিজেপি কর্মীদের সঙ্গে আলাপচারিতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "তাঁরা (কংগ্রেস) প্রতিবারই মিথ্যা গল্প ছড়িয়েছে। রাহুল গান্ধী যাত্রা করেছিলেন, তাঁর যাত্রার বিষয় ভোট চুরি ছিল না। ভালো শিক্ষা, কর্মসংস্থান, বিদ্যুৎ, রাস্তাঘাট ছিল না। যাত্রার বিষয় ছিল বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বাঁচানো।"

অমিত শাহ আরও বলেছেন, "এটা ছিল রাহুল গান্ধীর 'অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা'। অনুপ্রবেশকারীদের কি ভোট দেওয়ার অধিকার থাকা উচিত, তাদের কি বিনামূল্যে রেশন দেওয়া উচিত? অনুপ্রবেশকারীদের কি ৫ লক্ষ টাকা পর্যন্ত চাকরি, ঘর, চিকিৎসা পাওয়া উচিত? আমাদের যুবকদের পরিবর্তে, এই রাহুল বাবা এবং তাদের কোম্পানি ভোট ব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের চাকরি দিচ্ছে। আমাদের দায়িত্ব প্রতিটি ঘরে গিয়ে তাদের বলা, যদি ভুল করেও তাদের সরকার গঠিত হয়, তাহলে বিহারের প্রতিটি জেলায় কেবল অনুপ্রবেশকারীই থাকবে।"

You might also like!