Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

Entertainment

2 hours ago

Parineeti Chopra: প্যারিসে দ্বিতীয় বিবাহবার্ষিকী, গর্ভে প্রথম সন্তান নিয়ে খুশিতে ফ্রেমবন্দী পরিণীতি-রাঘব!

Parineeti Chopra got married to Raghav Chadha in 2023
Parineeti Chopra got married to Raghav Chadha in 2023

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী পরিণীতি চোপড়া সম্প্রতি স্বামী ও আপ নেতা, রাজ্যসভা সাংসদ রঘব চড্ডার সঙ্গে তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করলেন। প্রেগন্যান্সির সুখবরের মধ্যেই বরের জন্য একটি মজার পোস্ট শেয়ার করেন পরিণীতি, যেখানে রাঘবের ছোট একটি ভুল ধরিয়ে দিয়ে লেখেন, “এটি ঠিক করা তাঁর স্ত্রী হিসেবে কাজ।”

বিবাহ বার্ষিকীতে রাঘবকে শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। আর সেই পোস্টে ছিল প্রচুর মজা এবং ভালোবাসা। তিনি কিছু ছবি শেয়ার করেছেন যেখানে পরিনীতি এবং রঘব প্যারিসের একটি রাস্তায় একসঙ্গে পোজ দিচ্ছেন। রঘব কালো টি-শার্ট পরে আছেন যার উপর লেখা আছে ‘I (হার্ট ইমোজি) Paris’, এর সঙ্গে বেইজ রঙের ট্রাউজার এবং সাদা স্নিকার্স। অন্য দিকে, পরিণীতির গায়ে কালো অ্যাথলেজার পোশাক, সাদা স্নিকার্স, সাদা টুপি এবং সানগ্লাস পরে। মজা করে বরের টি-শার্টের ‘Paris’ থেকে ‘S’ ঢেকে দিয়েছেন, যার ফলে এটি ‘I (হার্ট ইমোজি) Pari’ হয়েছে। দুজনেই ছবিতে হাসছেন এবং দুজনকেই খুব আনন্দিত দেখাচ্ছে। ‘একজন স্ত্রী হিসেবে, ভুলটি ঠিক করা আমার কর্তব্য ছিল’, লিখেছেন পরিনীতি তার ক্যাপশনে। সঙ্গে আরও লেখা, ‘হ্যাপি অ্যানিভার্সারি মাই রাগাই! আমার জীবনের প্রেম, আমার পাগলু বন্ধু, আমার শান্ত এবং সংযত স্বামী- তোমার সঙ্গে আমার জীবনের বাকি সময় কাটানোর অপেক্ষায় থাকতে পারছি না ।’ অন্যদিকে, রঘব তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি সম্পর্কে নিজের মন্তব্য পোস্ট করেছেন। ‘ব্রেকিং: স্ত্রী চায় না যে স্বামী তার চেয়ে বেশি কিছুকে ভালোবাসুক, এমনকী কোনো শহরকেও… হ্যাপি অ্যানিভার্সারির শুভেচ্ছা তোমাকে, যে প্রতিটি স্থানকে ঘরের মতো বানিয়ে দাও’, রাঘব ক্যাপশনে লেখেন।

কয়েক বছর প্রেমের পর পরিণীতি চোপড়া ও রঘব চাড্ডা ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাজস্থানের উদয়পুরের দ্য লীলা প্যালেসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তারা বিবাহ সম্পন্ন করেন। পরিণীতির কাকিমা এবং প্রিয়ঙ্কা চোপড়ার মা মধু চোপড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি আরবিন্দ কেজরিওয়াল, আদিত্য ঠাকরে, ভগবন্ত মান, মনীষ মালহোত্রা, হরভজন সিং ও সানিয়া মির্জাও বিয়েতে অংশগ্রহণ করেন। গত মাসে, পরিণীতি ও রঘব ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন যে, তারা প্রথমবারের মতো মা-বাবা হতে চলেছেন।


You might also like!