kolkata

1 hour ago

Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন

Prisons Minister Chandranath Sinha
Prisons Minister Chandranath Sinha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর আগে আদালত থেকে স্বস্তির খবর পেলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। নিয়োগ দুর্নীতির ইডি মামলায় তাঁর অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখলেন ব্যাঙ্কশাল আদালত। বুধবার রায়ে বিচারক উল্লেখ করেছেন, মন্ত্রীর বিরুদ্ধে ইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। তবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর তাঁকে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইডি অফিসে হাজিরা দিতে হবে এবং জিজ্ঞাসাবাদেও অংশ নিতে হবে।

২০ সেপ্টেম্বর ব্যাঙ্কশাল আদালতের বিচারক শুভেন্দু সাহার এজলাসে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার মামলাটি শুনানির জন্য ওঠে। তদন্তকারী সংস্থা ইডি মন্ত্রীকে ৭দিন নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে। ইডির আইনজীবী আদালতে জানায়, “২০২৪ সালে ৪১ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। মোবাইল পাওয়া গিয়েছে। যা যা লিংক পাওয়া গেল ওনার বিরুদ্ধে আমরা সেগুলো নিয়ে তদন্ত করার জন্য তাঁকে হেফাজতে নিতে চাই।” শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়। মঙ্গলবার মামালায় রায় ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে কলকাতা জলমগ্ন হওয়ায় রায় দেওয়া যায়নি। আজ, বুধবার বিচারক রায়দান করেন। খারিজ করা হয় ইডির আবেদন। আদালত থেকে বেরিয়ে আগের দিনের মতো এদিনও বলেন, “বিচারব্যবস্থার উপর আস্থা ছিল, আছে, থাকবে।”  

উল্লেখ্য, শনিবারের শুনানিতে বিচারক তোপ দেগে ইডিকে বলেছিলেন, “২৪ সালের মার্চ মাসে ওনার বাড়িতে সার্চ করেছিলেন। ওই সময় আপনাদের কাছে যাবতীয় স্টেটমেন্ট, নথি ছিল। ১১ মাস চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হল না কেন?” ইডি আরও যুক্তি দেন, চন্দ্রনাথ শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি প্রভাবশালী ব্যক্তিও, যার কারণে তদন্তে বাধা আসতে পারে। তবে চন্দ্রনাথের আইনজীবী এই হেফাজতের তীব্র বিরোধিতা করেন এবং দেরিতে নথি জমা দেওয়ার অভিযোগও প্রত্যাখ্যান করেন।

You might also like!