Life Style News

2 hours ago

Hair Style in Puja: ফেস্টিভ লুকে জমবে ট্রেন্ডি হেয়ার কাট –জেনে নিন কী কী ফ্যাশনে ইন!

Trendy haircuts 2025
Trendy haircuts 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজো এসে গেছে, এখন সময় নিজেকে একটু সাজিয়ে তোলার। স্কিন কেয়ার থেকে হেয়ার কেয়ার—সব কিছুতেই চাই বাড়তি যত্ন। পুজোয় দরকার একদম নতুন লুক, সঙ্গে একটা স্টাইলিশ হেয়ার কাট, যা এনে দেবে এক ঝলক ফ্রেশনেস ও স্টাইল।

* কার্ল এজেস:  কার্লি হেয়ার এ বছর ইন। স্পাইরাল কার্ল করা চুলে আপনাকে দারুণ মানাতে পারে। শুধু নিজের ফিচার্সটা বুঝে নিতে হবে। পুরো মাথা জুড়ে একঢাল কার্ল চুল একেবারে নিচে গোড়া পর্যন্ত। চুলের মধ্যভাগ থেকে শেষ অবধি একটু ঘন কার্ল হবে পরপর সিরিজের মতো।

* থিকার কার্ল: যাদের শর্ট হেয়ার, থিকার কার্ল তাদের জন্য। মাথার ওপর থেকে ইঞ্চি গ্যাপ দিয়ে কার্ল হবে চুল।

* লেয়ার্ড কার্ভস: গোলাকৃতি মুখের জন্য দারুণ মানানসই এই কাট। লেয়ার্ড হবে চুল। কাটিংটা হবে এমনভাবে যে, গোল মুখের চারপাশ দিয়ে কার্ভ হয়ে নামবে। যেন চুল দিয়ে মুখ ঘেরা রয়েছে।

* হাফ পাফ: মিডিয়াম লেন্থ চুলের জন্য এই স্টাইলিং দারুণ। কোনও স্টেটমেন্ট কাট দেওয়ার দরকার নেই। হেয়ার স্প্রে দিয়ে সেট করে চুলে হালকা ওয়েভ নিয়ে আসুন। নিচের অংশতে গিয়ে শেষ হবে।

* সাইড সুইপ্ট ব্যাংস: গাল যাঁদের একটু ভারী, তাঁদের জন্য পুজোর এই কাটিং একটা নতুন লুক দেবে। স্ট্রেট হেয়ারেই করতে পারেন কাটিং। লেয়ার্ড চুলেও করা যায়। একপাশে চুল ছোট থেকে বড় করে এমনভাবে কাটতে হবে যাতে চিন এরিয়াতে এসে কাটিং শেষ হয়। একটু সাইডের দিক করে হবে এই হেয়ার কাট। গালের একটা অংশ ঢেকে যাবে।

* লং বব: বব কাট সবসময়ই ইন। চুল কাঁধ পর্যন্ত হলে লং বব কাট দারুণ মানাবে। স্ট্রেট অথবা কার্ল যে কোনও চুলে বব মানানসই। ববে সামনের দিকের চুল একটি লম্বা থাকে। একে অ্যাংগেলড ববও বলা হয়।

* ব্লান্ট: ব্লান্ট কাট সবসময় পপুলার। ব্লান্ট কাটে একটা সফ্‌ট লুক আনার জন্য লং ফ্রিঞ্জেস রাখুন কপালের দিকে।

* পিক্সি কাট: শর্ট হেয়ার যাঁদের, তাঁদের জন্য পুজোর সেরা বাছাই পিক্সি কাট। পিছন ও দু’পাশ একেবারে শর্ট, সামনের অংশের চুল লম্বা থাকবে। একটু শার্প এজেস থাকবে কাট-এ।

* লেয়ার্ড কার্লি কাট: চুলের ওপরের অংশ থেকে লেয়ার্ড করে মধ্যভাগ থেকে কার্লি চুল। কার্লি হেয়ারও লেয়ার্ডই কাটা থাকবে।

* স্ট্রেট টপ উইথ কার্লি এন্ডস: চুলের ঊর্ধ্বভাগ থেকে গালের দুই পাশ পর্যন্ত স্ট্রেট করে নিচের অংশ একটু লুজ কার্ল। এতে একটু ঘন দেখাবে। চাইলে সামনে শর্ট বা লং ফ্রিঞ্জেস রাখতে পারেন।

* ফিশটেল ব্রেইড: যাঁরা খুব বেশি চুল নিয়ে এক্সপেরিমেন্ট পছন্দ করেন না, তাঁরা পুজোয় নানারকম ব্রেইড বা বিনুনি করতেই পারেন। ফিশটেল ব্রেড সবসময় ভারতীয় মহিলাদের জন্য উপযোগী ও পপুলার স্টাইল। গোড়া থেকে লুজ বিনুনি একেবারে নিচে শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে শেষ হবে। ওপরের দিকটা চাইলে অনেকটা ওপেন রেখে মধ্যবর্তী অংশ থেকেও করতে পারেন। আবার গোড়া থেকে করা যায়।

You might also like!