দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোমবার রাতে মুম্বইয়ে অনুষ্ঠিত হল জাহ্নবী কাপুর, ঈশান খট্টর ও বিশাল জেঠওয়ার নতুন ছবি ‘হোমবাউন্ড’-এর একটি স্পেশাল স্ক্রিনিং। বলিউডের একঝাঁক তারকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা-ও। স্ক্রিনিংয়ের পর থেকেই দু’জনের একাধিক ভিডিয়ো এবং ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রথমে একটি ভিডিও ঘিরে জল্পনা তৈরি হয়, যেখানে অনেকেই দাবি করেন, অর্জুন এবং মালাইকা একে অপরকে 'এড়িয়ে' গিয়েছেন। মুহূর্তে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে, এবং তাঁদের সম্পর্ক নিয়ে নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই ধরে নেন, তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু, মঙ্গলবার রাতে একটি নতুন ভিডিও সামনে আসে, যা ওই জল্পনায় কার্যত জল ঢেলে দেয়। ওই ভিডিয়োতে স্পষ্ট দেখা যায়, অর্জুন এবং মালাইকা একে অপরকে দেখে সৌজন্যমূলকভাবে অভিবাদন জানান, হাসিমুখে কথা বলেন এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন। ফলে, আগের ভাইরাল ভিডিয়োগুলি যে বিভ্রান্তিকর ছিল, তা একপ্রকার স্পষ্ট হয়ে যায়।
ভিডিওতে দেখা গেছে, মানব মঙ্গালানি একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে অর্জুন এবং মালাইকা একে অপরের মুখোমুখি হয়েছেন। শুধু তাই নয় তাঁরা একে অপরকে জড়িয়েও ধরছেন। তারপর তাঁদের মধ্যে নানা কথাও হয়। মালাইকা জাহ্নবীর সঙ্গেও দেখা করে তাকে জড়িয়ে ধরেন। ভক্তরা অর্জুন এবং মালাইকার মধ্যে সৌজন্য দেখে বেশ পছন্দ করেছেন এবং উভয়ের পরিনণত মানসিকতার প্রশংসাও করছেন। এক সাক্ষাৎকারে মালাইকা তাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবনের সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন। নায়িকার কথায়, ‘আমি মনে করি আমার প্রতিটি সিদ্ধান্তই আমার জীবনকে রূপ দিয়েছে। আমার কোনও অনুশোচনা নেই এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি এই ভাবে জীবনযাপন করছি।’ বিবাহবিচ্ছেদ এবং বিচ্ছেদের পরেও, মালাইকার ভালোবাসা নিয়ে কোনও অনুশোচনা নেই। তিনি একবার বলেছিলেন, ‘যাই হোক না কেন, আমি কখনওই সত্যিকারের ভালোবাসা ছেড়ে দেব না। আমি সবসময় ভালোবাসার জন্য লড়াই করব, তবে আমি বাস্তববাদীও, তাই আমি জানি কোথায় সীমানা টানতে হবে।’