Breaking News
 
Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ? Dev:ভোটার তালিকা নিয়ে কমিশনের মুখোমুখি দেব! ‘সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়’, মানবিক হওয়ার বার্তা তৃণমূল সাংসদের Mohammad Rizwan:মাঠে না কি সার্কাস? রিজওয়ান-হাসানের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ভক্তদের তোপের মুখে দুই তারকা

 

Life Style News

3 months ago

Hair Buns ideas: পুজোয় চুলের খোঁপার সাজ কেমন হবে? রইল সেরা ৬ স্টাইল!

Hair Buns for Durga Puja
Hair Buns for Durga Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর সাজগোজে অনেকেই চিন্তায় থাকেন—চুল বাঁধবেন কীভাবে? বিশেষ করে মাথায় ফুল পরার ইচ্ছে থাকলে, খোঁপার ধরনটা খুবই গুরুত্বপূর্ণ। এমনভাবে চুল বাঁধতে হবে, যাতে ফুলটা সুন্দরভাবে ফুটে ওঠে এবং পুরো লুকটা দেখায় স্নিগ্ধ ও পরিপাটি। তাই পোশাক ও ফুলের সঙ্গে মানানসই খোঁপার স্টাইল বেছে নিলেই পুজোর সাজ হবে একেবারে নিখুঁত। মাথায় ফুল পরতে চাইলে এই রকমভাবে চুল বাঁধাই হতে পারে আদর্শ।

১. ঘাড়ের কাছে খোঁপা: ঘাড়ের কাছে খোপা বেঁধে তার এক পাশে বা চার পাশে ফুল দিলে খুবই সুন্দর লাগে দেখতে।

২. এক পাশে খোঁপা: খোঁপাটা মাথার এক পাশে করে বাঁধুন, তার পর ফুল দিয়ে সাজান। বিশেষ করে গোলাপ বা চন্দ্রমল্লিকা খোঁপার পাশে লাগালে সেটা সুন্দর লাগে দেখতে।

৩. হালকা ঘেঁটে থাকা খোঁপা বা ‘মেসি’ খোঁপা: হালকা এলোমেলো স্টাইলে খোঁপা করে ছোট ছোট ফুল গুঁজে দিন। আধুনিক লুকের জন্য দারুণ।

৪. অর্ধেক খোঁপা: খোঁপা শুধু উপরের দিকের চুলে বেঁধে তার পাশে ছোট ফুল গুঁজে দিলে বেশ স্টাইলিশ লাগে দেখতে।

৫. বেড়ি খোঁপা: বেড়ি দিয়ে গোল খোঁপার চারপাশে ফুল দিলে একে বারে সাবেকি বাঙালি লুক পাওয়া যায়।

৬. বিনুনি করে খোঁপা: বেণী পাকিয়ে খোঁপা করে তার ফাঁকে ফাঁকে ফুল লাগালে আভিজাত্যপূর্ণ লুক আসে।

খোঁপার জন্য গোলাপ, জুঁই, চন্দ্রমল্লিকা, সহ নানা ধরনের ফুলই বেশ ভাল লাগে। শুধু সঠিক কেশসজ্জা বেছে নিলেই হবে।

You might also like!