Cooking

1 day ago

5 Winter Raita: শীতে ঠান্ডা রায়তা নয়, বেছে নিন গরম রায়তা—স্বাদেও নতুন, শরীরেও আরাম

Carrot Raita
Carrot Raita

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রায়তা বলতেই আমাদের মনে ভেসে ওঠে ঠান্ডা দই, শসা আর পেঁয়াজের চেনা স্বাদ। কিন্তু রান্নার দুনিয়ায় একঘেয়েমির কোনও জায়গা নেই। ঋতু বদলালে খাবারের চরিত্রও বদলানো যায়। গ্রীষ্মে যে খাবার শরীর ঠান্ডা রাখে, শীতের সময়ে সেটিকেই সামান্য রূপান্তরিত করে বানানো যায় উষ্ণ ও আরামদায়ক পদে। শীতের মরসুমে গরম ভাত, খিচুড়ি বা রুটির সঙ্গে ঠান্ডা রায়তা অনেকের কাছেই বেমানান লাগে। শরীর তখন খোঁজে উষ্ণতা আর আরাম।বিশেষজ্ঞদের মতে, শীতে দই খাওয়ার একেবারেই বারণ নেই। বরং দইকে সঠিকভাবে ব্যবহার করলেই তা হয়ে উঠতে পারে শরীরবান্ধব। ঠান্ডা রায়তার বদলে হালকা গরম রায়তা শীতে হজমে সহায়ক, সঙ্গে দেয় আলাদা স্বাদও। তাহলে শীতের সময়ে ঠান্ডা রায়তার বদলে কী কী খাওয়া যেতে পারে?

শীতের সময়ে ঠান্ডা রায়তার বদলে কী খাওয়া যেতে পারে?

লাউয়ের রায়তা:  শীতে পিপাসা কম পেলেও লাউ খেলে জলের ঘাটতি কমে। তাই লাউ দিয়ে রায়তা বানিয়ে নিতে পারেন। তাতে উষ্ণ ছোঁয়া আনার জন্য জিরে রোস্ট করে দিতে পারেন। লাউ ছোট টুকরো করে সেদ্ধ করে নিন। তার পর অল্প তেলে রান্না করে নিন। এ বার হালকা গরম দইয়ের সঙ্গে মিশিয়ে দিন। শুকনো খোলায় ভাজা জিরে উপর থেকে ছড়িয়ে দিন আর সামান্য গোলমরিচ দিতে পারেন। তাতে স্বাদ বাড়বে। এই রায়তা হালকা, পেটের জন্য আরামদায়ক।

গাজরের রায়তা:  গাজর গ্রেট করে নিন। তার পর অল্প তেলে ভেজে নিন। গাজরের প্রাকৃতিক মিষ্টি স্বাদ শীতের সময়ে শরীরে আরাম এনে দেবে। সেই গাজর এ বার গরম দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। উপরে ছড়িয়ে দিন রোস্টেড জিরে বা ধনে গুঁড়ো। শীতের জন্য আদর্শ রায়তা যে কোনও ভারী খাবারের সঙ্গে মানিয়ে যাবে।

বিটের রায়তা:  গাজরের মত‌োই গ্রেট করে নিন বিট। তার পর সেদ্ধ বা হালকা রান্না করে গরম দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। তার উপরে ছড়িয়ে নিন রোস্ট করা জিরে। রঙিন রায়তা শীতের সময়ে শরীর উষ্ণ রাখতে সাহায্য করে।

কুমড়োর রায়তা:  রায়তায় কুমড়ো মেশানোর প্রচলন খুব বেশি নেই। কিন্তু শীতের সময়ে এই সব্জি শরীর উষ্ণ রাখতে সাহায্য করে। সেদ্ধ করে কুমড়োর টুকরোগুলি পিষে নিন হাতা দিয়ে। দই হালকা গরম করে তাতে মিশিয়ে দিন কুমড়োগুলি। নুন আর গোলমরিচ ছড়িয়ে দিন উপরে। এই রায়তা খুবই আরামদায়ক এবং হজমের জন্য উপকারী।

পুদিনার রায়তা:  পুদিনা যে কেবল গ্রীষ্মে ব্যবহৃত হয়, তা না। শীতের সময়ে হালকা উষ্ণ দইয়ে মেশালে শরীর গরম থাকতে পারে। ঈষদুষ্ণ দইয়ে পুদিনা পাতা কুচিয়ে দিয়ে দিন। উপরে ছড়িয়ে দিন রোস্ট করা জিরে। শীতের খাবারের সঙ্গে মানানসই এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।

You might also like!