Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Game

1 day ago

T20 World Cup 2026: নিউ জিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Mitchell Santner will lead New Zealand at the T20 World Cup 2026
Mitchell Santner will lead New Zealand at the T20 World Cup 2026

 

অকল্যান্ড, ৭ জানুয়ারি : বুধবার নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ঘোষণা হল। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেলেও লকি ফার্গুসন ও ম্যাট হেনরি টুর্নামেন্ট চলাকালীন স্বল্প সময়ের জন্য পিতৃত্বকালীন ছুটি নিতে পারেন। ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে দলে ফেরাদের মধ্যে আছেন এই দুই তারকাও। গ্রুপ ডিতে নিউ জিল্যান্ডের সঙ্গে আছে আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)। ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কিউইরা তাদের অভিযান শুরু করবে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিউ জিল্যান্ড প্রথমে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে, এরপর হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি।

রিজার্ভ: কাইল জেমিসন

You might also like!