দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর সাজে শাড়িই বাঙালির প্রথম পছন্দ। তবে শুধু শাড়ি পরলেই নয়, তার পরার ধরণেই ফুটে ওঠে আসল স্টাইল। সাবেকিয়ানার ছোঁয়া হোক বা ফিউশন মেজাজ, বেল্টেড লুক থেকে শুরু করে জমকালো পার্টি স্টাইল—চার রকম ভিন্ন সাজেই আপনি হয়ে উঠতে পারেন ভিড়ের মধ্যের সবচেয়ে নজরকাড়া মুখ।
১. সাবেক বাঙালি কায়দা: লাল-সাদা তাঁত বা গরদের শাড়ি কোমরে গুঁজে কুঁচি করে নিন। আঁচল বাঁ কাঁধের উপর দিয়ে সামনের দিকে নামিয়ে আনুন। চাইলে আঁচল চওড়া করে খোলা রাখতে পারেন, আবার সামনের দিকে পিনও করতে পারেন। আটপৌরে চালেও এই গরদের শাড়ি পরা যায়।
কেমন সাজ মানাবে: কপালে লাল টিপ, সিঁদুর, হাতে কাচের চুড়ি। তাতেই অনন্যা।
কেশসজ্জা: খোলা চুল বা জুঁই ফুলে খোঁপা।
অষ্টমীর অঞ্জলি বা সিঁদুর খেলায় দারুণ মানায় এই সাজ।
২. হালফ্যাশনের বেল্টেড শাড়ি: সিল্ক/সুতির শাড়ির উপরে ধাতব বা কাপড়ের বেল্ট পরে ফেলুন। আঁচল কাঁধে সুন্দর ভাবে সেট করুন। এতে শাড়ি পরতে সুবিধা হয় আর দেখায়ও খুব স্টাইলিশ। অফিসে পুজোর সাজ বা বন্ধুদের বেড়ানোয় বেশ মানানসই।
কেমন সাজ মানাবে: এর সঙ্গে লম্বা ঝোলা দুল বা স্টেটমেন্ট জুয়েলারি এবং মিনিমাল ব্রেসলেট বা হাতঘড়ি পরতে পারেন। পায়ে থাক হাই হিল বা ব্লক হিল।
কেশসজ্জা: স্মার্ট খোঁপা বা নিচু পনিটেল। চাইলে ঢেউখেলানো খোলা চুলও মানাবে।
৩.ফিউশন স্টাইল: শাড়ির সঙ্গে ক্রপ টপ, কেপ বা শার্ট ব্লাউজ। সব মিলিয়ে গাউনের মতো লুক তৈরি করা যায়। যাঁরা একটু পরীক্ষা-নিরীক্ষা করতে আগ্রহী, তাঁদের জন্য সেরা। বেল্ট বা ব্রোচ ব্যবহার করলে স্টাইল আরও আলাদা হয়ে উঠবে।
কেমন সাজ মানাবে: স্টেটমেন্ট নেকপিস বা চোকার এবং আধুনিক কানের দুল (হুপ বা জ্যামিতিক আকার)। ক্লাচ বা ধাতব ব্যাগ মানানসই হবে।
কেশসজ্জা: উঁচু পনিটেল বা এলোমেলো খোঁপা। ঢেউখেলানো বা কোঁকড়া চুল খুলে রাখলেও ভাল দেখাবে। এই সাজ নবরাত্রির পার্টি, কলেজের আড্ডা বা বন্ধুদের বেড়ানোয় একেবারে হিট।
৪. অভিজাত পার্টি লুক: জর্জেট, নেট বা সিক্যুইনড শাড়ির সঙ্গে ব্লাউজ হোক ডিপ-নেক বা স্লিভলেস। আঁচল প্লিট করে এক কাঁধে পিন করলে শাড়ি অনেকটাই হালকা লাগে আর পার্টির জন্য মানানসই হয়।
কেমন সাজ মানাবে: স্টেটমেন্ট ইয়াররিং বা ঝুমকো, চুড়ি বা ধাতব ব্রেসলেট। সঙ্গে ছোট ক্লাচ ব্যাগ এবং হাই হিল বা স্টিলেটো।
কেশসজ্জা: আলতো কোঁকড়ানো খোলা চুল। সাধারণ এলো খোঁপা বা এক পাশে করা ঢেউখেলানো চুল।
সপ্তমী বা দশমীর রাতে পার্টি, গেট-টুগেদার বা বন্ধুদের আড্ডায় এই সাজই নজরকাড়া।