দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তিন দশকের ফিল্মি ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার অর্জন করলেন বলিউডের ‘কিং’ শাহরুখ খান। এই নতুন সম্মান তাঁর সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করল। অনুরাগীদের মাঝে আনন্দের ঢেউ তোলে এই খবর। যদিও আজকের এই সম্মান প্রাপ্তিতে সবাই মুগ্ধ, তবে বহুদিন ধরেই দর্শকের কাছে তিনি ‘কিং অফ আর্টস’ হিসেবে প্রতিষ্ঠিত। মঙ্গলবার জাতীয় পুরস্কার অনুষ্ঠানে সঞ্চালকও তাঁকে এভাবে সম্বোধন করেন, এবং সেই মুহূর্তটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঠিক যেভাবে ভাইরাল হয়েছে জাতীয় পুরস্কারের মেডেল পরার সময় রানি মুখোপাধ্যায়ের শাহরুখকে সাহায্য করার ছবি। উল্লেখ্য, এদিন ওই একই মঞ্চে শাহরুখের সঙ্গে রানিও তাঁর ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য পুরস্কার পান। এদিন বহুদিনের দুই বন্ধুকে দেখা যায় বরাবরের মতোই। একসঙ্গে জুটি বেঁধে কাজ থেকে বন্ধুত্ব সবেতেই নজর কেড়েছে শাহরুখ-রানি। শুধু তাই নয় এর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বাংলায় বক্তব্য রেখেছিলেন শাহরুখ। শেষে জানিয়েছিলেন তাঁকে তা লিখে দিয়েছিলেন নাকি খোদ রানি। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন শাহরুখ-রানি জুটির রসায়ন বরাবরই চোখে পরার মতো। এদিনও তার ব্যতিক্রম হল না।
পয়লা আগস্টেই চলতিবারের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার দিল্লির বিজ্ঞানভবনে বিজয়ীদের হাতে জাতীয় সম্মানের স্মারক তুলে দিলেন রাষ্ট্রপতি। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখোপাধ্যায়ও। বলিউডের ‘রাহুল-টিনা’ জুটির এহেন পুরস্কারপ্রাপ্তি যেন নস্ট্যালজিয়া উসকে দিল। প্রসঙ্গত, একই মঞ্চে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি ছবির পুরস্কার জিতে নেয় ‘কাঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’। এছাড়া ‘সাম বাহাদুর’ টিমও জিতে নেয় তিনটি জাতীয় পুরস্কার।