দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশকে প্রযুক্তির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যোগী সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে আয়োজিত হতে চলেছে ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো (UPITS 2025)। এই ইভেন্টে বিশ্বের সামনে উত্তরপ্রদেশের প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন তুলে ধরা হবে। এখানে এআই মডেলের প্রদর্শনীর পাশাপাশি নতুন স্টার্টআপগুলোর সাফল্যও দেখানো হবে।
জানা যাচ্ছে, এই প্রদর্শনী মঞ্চের ‘হল ৫’-এ ২০০ বর্গমিটার জায়গাজুড়ে তৈরি করা হবে আইটি ও ইলেকট্রনিক্স বিভাগের বিশেষ প্যাভেলিয়ন। ইউপি ইলেকট্রনিক্স কর্পোরেশন লিমিটেড (UPLC)-এর উদ্যোগে তৈরি হচ্ছে এই মঞ্চ। প্যাভিলিয়নে মূল মঞ্চ, ভিআইপি লাউঞ্জ, ক্যাফেটেরিয়া সমস্ত কিছু তৈরি হবে আন্তর্জাতিক মানের। প্যাভিলিয়নে স্মার্ট এলইডির মাধ্যমে তৈরি হবে অত্যাধুনিক ভিডিও ওয়াল। স্টার্টআপগুলির জন্য থাকবে আলাদা কার্ভ ওয়াল। এখানে তুলে ধরা হবে যোগী সরকারের সাফল্য, নীতি ও প্রযুক্তি ক্ষেত্রে সাফল্যের যাবতীয় তথ্য। এছাড়াও, ১৫০ বর্গফুটের অ্যানামরফিক ডিসপ্লে স্ক্রিন এবং লাইভ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সেটআপও তৈরি করা হবে।
প্যাভেলিয়নের এআই মডেল তৈরি হবে সেটআপের উপর ভিত্তি করে। শুধুমাত্র এআই মডেল নয়, এই মঞ্চ উত্তরপ্রদেশে প্রযুক্তি ও উদ্ভাবনী সাফল্য প্রদর্শনের অন্যতম মাধ্যম হয়ে উঠবে। ওই প্যাভেলিয়নে স্টার্টআপদের জন্য রাখা হয়েছে বিশেষ জায়গা। যেখানে যোগী সরকার তুলে ধরবে রাজ্যের উদ্ভাবন ও উঠতি শিল্পপতিদের জন্য সরকার কী কী কাজ করেছে। এবং তা কতদূর সাফল্য পেয়েছে। যোগী সরকারের আশা এই বিরাট উদ্যোগ শুধু রাজ্যের প্রযুক্তিগত ভাবমূর্তিই শক্তিশালী করবে না বরং বিশ্বব্যাপী বিনিয়োগকারী এবং শিল্পপতিদেরও আকৃষ্ট করবে।