Entertainment

2 hours ago

Saif Ali Khan:লড়াইয়ের গল্প খুলে বললেন সইফ: শুরুটা ছিল ১০০০ টাকার বিনিময়ে!

Saif Ali Khan
Saif Ali Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সমালোচকদের প্রশংসা পাওয়া অভিনেতা সইফ আলি খানের বলিউড যাত্রা শুরুতে মোটেও রাজকীয় ছিল না। বরং তা ছিল রুক্ষ, অদ্ভুত এবং কঠিন বাস্তবতায় ভরা। Esquire India-র সঙ্গে এক অন্তরঙ্গ আলাপচারিতায় তিনি সেই দিনগুলোর মুখোশ সরিয়ে সকলকে দেখালেন—যখন প্রতি সপ্তাহে মাত্র ১,০০০ টাকা পারিশ্রমিক পান, তাও এমন এক অদ্ভুত শর্তে, যা আজকের তারকার কল্পনারও বাইরে।যদিও তিনি ক্রিকেট কিংবদন্তি মনসুর আলি খান পাতৌদি এবং বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান, তবু বলিউডে নিজের জায়গা করার লড়াইটা তাঁর মোটেই সহজ ছিল না। সইফ বলেন, ‘লোকজন ভাবত আমার পথটা সহজ, কিন্তু বাস্তবতা ছিল দ্বিতীয় বা তৃতীয় চরিত্রে অভিনয় আর ভুলে যাওয়ার মতো সিনেমা।’সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আমি দ্বিতীয় চরিত্র করেছি, তৃতীয় চরিত্র করেছি... কিছু সিনেমা ছিল মোটামুটি, যা টিকে থাকার সুযোগ দিয়েছে। কিন্তু একটা সময় এল, যখন একের পর এক সিনেমা খুবই খারাপ হতে লাগল।’

নয়ের দশককে তিনি বলেন তাঁর ‘নেট প্র্যাকটিস’-এর যুগ। সম্প্রতি তিনি ইউটিউবে নিজের কেরিয়ারের প্রথম দুই দশকের সব সিনেমা একে একে দেখে ফেলেছেন, প্রতিদিন একটি করে, যাতে বুঝতে পারেন কতটা পথ পেরিয়েছেন। সইফ বলেন, ‘লোকজন বলত, তুমি ভাগ্যবান, এত সুযোগ পেয়েছ। কিন্তু ব্যাপারটা এমন ছিল না যে, শহরের সেরা সিনেমাগুলো আমাকে দেওয়া হচ্ছিল, আর আমি প্রধান চরিত্রে অভিনয় করছিলাম।’বিশের দশকের শুরুতে আসে মোড় ঘোরানো সময়। ‘লভ কে লিয়ে কুছ ভি করেগা’ এবং ‘দিল চাহতা হ্যায়’-এর মতো সিনেমা তাঁকে সাধারণ রোম্যান্টিক নায়কের ছাঁচ থেকে বের করে আনতে সাহায্য করে। ২০০৬-এর ‘ওমকারা’-তে অন্ধকার, পুরস্কারজয়ী চরিত্র যেন আয়নার মতো দেখিয়ে দেয়— তিনি শুধু নায়ক নন, তিনি এক জটিল, বহুস্তরীয় মানবসত্তা, যিনি চরিত্রে ডুব দিতে জানেন, নিজেকেও চমকে দিতে পারেন।

সইফকে শেষ দেখা গিয়েছে, জয়দীপ আহলাওয়াতের সঙ্গে ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিন্‌স’-এ, একটি তীব্র অ্যাকশন থ্রিলার যা Netflix-এ মুক্তি পায়, পরিচালনা করেন কুকি গুলাটি ও রবি গ্রেওয়াল। এখন তাঁর হাতে রয়েছে প্রিয়দর্শনের ‘হাইওয়ান’, যেখানে তিনি ফের জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে।


You might also like!