দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে আদালতে দেখা করতে গিয়েছিলেন তার দলেরই আরেক বিধায়ক, হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের ভরতপুরের এই বিধায়ক জানান, তার এই সাক্ষাৎ সম্পূর্ণ ব্যক্তিগত ছিল এবং দলের কোনো নির্দেশে তিনি যাননি। হুমায়ুন কবীর আরও বলেন, এটি শুধুমাত্র একটি সৌজন্যমূলক সাক্ষাৎ।
বৃহস্পতিবার এসএসসি-তে নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির মামলার শুনানি রয়েছে কলকাতার বিচারভবনে। জীবনকৃষ্ণ জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদন নিয়েই শুনানি হওয়ার কথা। আদালতে জীবনের সঙ্গে দেখা করতে গিয়েছেন তাঁর স্ত্রী-পুত্রও। তাঁদের দু’জনের সঙ্গেই কথা বলেছেন ধৃত তৃণমূল বিধায়ক।
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকে এর আগে সিবিআই গ্রেফতার করেছিল। সুপ্রিম কোর্টে তিনি জামিন পেয়েছিলেন। সম্প্রতি তাঁকে ইডি গ্রেফতার করেছে। ইডি সূত্রে খবর, এসএসসি মামলার তদন্তে নেমে তৃণমূল বিধায়কের অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লেনদেনের হদিস মিলেছে। শুধু জীবনকৃষ্ণ নন, তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টেও লেনদেন হয়েছে বলে খবর। এ বিষয়ে বেশ কিছু তথ্য, নথি সংগ্রহ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অনেকের বয়ানও রেকর্ড করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে ৪০ লক্ষের বেশি টাকা অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করেছেন জীবনকৃষ্ণ। কারও কারও কাছ থেকে একাধিক দফায় টাকা নেওয়া হয়েছে। তাঁদের অধিকাংশই চাকরি পাননি। ইডির হাতের গ্রেফতার হওয়ার পর থেকে জেল হেফাজতে রয়েছেন জীবন।