মুম্বই, ২৭ সেপ্টেম্বর: ফের ভারী বৃষ্টিতে ভিজল বাণিজ্যনগরী মুম্বই। মুম্বইয়ের পাশাপাশি শনিবার সকালে মহারাষ্ট্রের অন্যান্য জেলাতেও বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে ভিওয়ান্ডিতেও। ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে মুম্বইয়ে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। সেই মর্মে জারি করা হয়েছে সতর্কতা।
আবহাওয়া দফতর মুম্বইয়ে কমলা সতর্কতা জারি করেছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওড়া বইতে পারে মুম্বইয়ে। এই পরিস্থিতিতে মুম্বইয়ের বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।