শিমলা, ২৬ সেপ্টেম্বর : হিমাচল প্রদেশে দুর্যোগের দিন আপাতত শেষ। ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষা, ইতিমধ্যেই ১২-টির মধ্যে ৮টি জেলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। বাকি জেলাগুলি থেকেও দু-একদিনের মধ্যে বিদায় নেবে বর্ষা। হিমাচল প্রদেশে এবার বর্ষার মরশুমে ১০২৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১৯৯৫ সালের পর এবার রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে ৪৭টি মেঘভাঙা বৃষ্টি, ৯৮-বার হড়পা বান, ১৪৮-বার বড়সড় ভূমিধসের ঘটনা ঘটেছে, পাশাপাশি মৃত্যু হয়েছে ২৬৪ জনের।