West Bengal

3 hours ago

North Bengal:বৃষ্টি কমতেই নিরাপদ স্থানে সরানো শুরু, উদ্ধারকাজে জেসিবির সহায়তা

North Bengal
North Bengal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গত ২৪ ঘণ্টায় ভয়াবহ প্রাকৃতিক তাণ্ডবের সাক্ষী হয়েছে উত্তরবঙ্গ। আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হলেও পরিস্থিতি এখনও শঙ্কাজনক। শিলিগুড়ি ও সমতল অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও পাহাড়ি ও নিম্নভূমিতে প্রাকৃতিক দুর্যোগের চিহ্ন স্পষ্ট। কোথাও ধস, কোথাও রাস্তা ভেঙে চুরমার, আর রবিবারই জলের তোড়ে ভেঙে পড়ে হলং সেতু। ফলে বহু পর্যটক আটকে পড়েন। তৎপর প্রশাসনিক ব্যবস্থায় জেসিবি ব্যবহার করে পর্যটকদের উদ্ধার করা হচ্ছে, যেন বিপর্যয়ের পরও কেউ বিপদগ্রস্ত না হয়।

প্রবল বৃষ্টিতে রবিবার মাদারিহাট ট্যুরিস্ট লজে আটকে পড়েন একাধিক পর্যটক। আজ সোমবার সকাল থেকে তাঁদের উদ্ধারকাজে নামে বন দপ্তর। বিপর্যয়ের জেরে রবিবারই হলং সেতু ভেঙে যায়। প্রবল জল স্রোত বইছে হলং নদীতেও। এই অবস্থায় পর্যটকদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে জেসিবি। কলকাতা থেকে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন বিমল রায়। ভয়ংকর দুর্যোগে তিনি এবং তাঁর পরিবার আটকে পড়েন। তাঁদেরও এদিন উদ্ধার করা হয়। বিমল রায় বলেন, ”এখন একটু স্বস্তি লাগছে। জেসিবির মাধ্যমে উদ্ধার করা হয়েছে।” তবে তাঁর অভিযোগ, ঘটনার পর থেকে লজের মধ্যে ২০ থেকে ২৫ জন আটকে ছিল, কারও সাহায্য চেয়েও পাওয়া যায়নি।

অন্যদিকে রবিবারই পর্যটকদের ফেরাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে বিশেষ বাস চালানো হয়েছে। আজ সোমবারও বিশেষ বাস ছাড়বে বলেই খবর। অনযদিকে যে সব পর্যটকরা এখনও উত্তরের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন তাঁদের যাতে বাড়তি দিন থাকার জন‌্য কোনও অতিরিক্ত টাকা দিতে না হয়, তার জন‌্য রবিবারই সরকারের তরফে বিভিন্ন পর্যটন ও হোটেল সংগঠনকে জানাোন হয়ে। মূলত মিরিক, কালিম্পং ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় পর্যটকরা আটকে রয়েছেন বলে খবর।

You might also like!