West Bengal

6 hours ago

Weather forecast for Bengal: রবিবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Weather forecast for Bengal
Weather forecast for Bengal

 

কলকাতা, ৫ অক্টোবর : রবিবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে বৃষ্টি কমবে। তবে দক্ষিণবঙ্গে তুলনামূলক কম বৃষ্টি হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির লাল সর্তকতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। রবিবার অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। হলুদ সতর্কতা উত্তর দিনাজপুরে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

You might also like!