Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

1 month ago

Agra Road Accident: আগ্রার পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুতে মুখ্যমন্ত্রী যোগীর শোকপ্রকাশ

Agra Road Accident
Agra Road Accident

 

আগ্রা, ৫ অক্টোবর : আগ্রার ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় রবিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রশাসনকে দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আহত ব্যক্তির যথাযথ চিকিৎসার ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, উত্তর প্রদেশের আগ্রায় শনিবার গভীর রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ যায় চারজনের। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, রুনকতা ফ্লাইওভার থেকে নামার সময় একটি ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছন দিকে ধাক্কা মারে। সংঘর্ষে ট্রাকের সামনের অংশ সম্পূর্ণভাবে গুঁড়িয়ে যায় এবং চালকসহ চারজন ট্রাকের কেবিনে আটকা পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসক চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, এক মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!