রোম, ১২ অক্টোবর : গত দুই বিশ্বকাপে বাছাই পর্ব পার হতে পারেনি ইতালি। এবারও শুরুটা ভালো হয়নি আজ্জুরিদের। নরওয়ের কাছে হার দিয়ে বাছাই পর্ব শুরু করেছে তারা। অবশ্য জয়ের পথে ফিরেছে তারা। টানা চার জয়ে বিশ্বকাপে খেলার আশাটা বাঁচিয়ে রেখেছে জেনারো গাত্তুসোর শিষ্যরা। শনিবার রাতে তাল্লিনের লিল্লেকুলা স্টেডিয়ামে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। আজ্জুরিদের পক্ষে মইসে কান, মাতেও রেতেগুই এবং ফ্রান্সেসকো পিও এসপোসিতো গোল তিনটি করেন। আর স্বাগতিকদের হয়ে একমাত্র গোল করেন রাউনো স্যাপ্পিনেন। এই জয়ে ৫ ম্যাচে (৪ জয়, ১ হার) ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ আই'য়ের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ইতালি। ছয় ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নরওয়ে। আর ৬ ম্যাচে মাত্র ১টি জয়ে পাওয়া ৩ পয়েন্ট নিয়ে চারে আছে এস্তোনিয়া।