কেপটাউন, ১২ অক্টোবর : দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকেও ধরাশায়ী হতে হলো নামিবিয়ার মতো উঠতি একটা দলের কাছে। একমাত্র টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ৪ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। নামিবিয়ার হয়ে ৩ উইকেট শিকার করেন রুবেন ট্রাম্পেলম্যান।
জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে জয় তুলে নেয় নামিবিয়া। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয়বারের মতো শেষ বলে ম্যাচ জিতল নামিবিয়া। এর আগে ২০২২ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে ম্যাচ জিতেছিল তারা। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে দ্বিতীয়বারের মতো শেষ বলে টি-টোয়েন্টি হার। ২০১৯ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার কাছে শেষ বলে হেরেছিল প্রোটিয়ারা। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার পর চতুর্থ পূর্ণ সদস্যের দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টিতে হারাল নামিবিয়া।