Entertainment

59 minutes ago

Moubani Sorcar Wedding: সাতপাকে বাঁধা পড়লেন জাদুকর কন্যা, শুভমুহূর্তের একাধিক ফ্রেম নেটদুনিয়ায় ভাইরাল

Actress Moubani Sarkar & Soumya Roy
Actress Moubani Sarkar & Soumya Roy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রখ্যাত জাদুসম্রাট পি সি সরকারের জুনিয়রের কন্যা মৌবনীর বিয়ের আনন্দে ভরে উঠেছে পরিবার ও গোটা টলিউড। রবিবার রাতে জমজমাট বিয়ের আসরে হাজির ছিলেন টলিউডের অনেক সেলেব্রিটি। সামাজিক মাধ্যম এবং ডিজিটাল নিউজ মিডিয়াতে ভাইরাল হয়েছে অনুষ্ঠানের ছবি ও ভিডিও। 

ভিডিওতে দেখা গেছে, কনে মৌবনী বেগুনী রঙের বেনারসি শাড়িতে সজ্জিত। বেগুনী রঙের বেনারসি, সোনার নেকলেস, বড় মোটা হার, সোনার চিক, টানা নথ, টিকলি, হাতে শাঁখা-পলা বাঁধানো, চুড়ি, বালা, মান্তাসা, মাথায় সোনা ও শোলার মুকুট ও ভেল পরে মিষ্টি দেখাচ্ছিল জাদুকর কন্যাকে।  পরিবারের বড়রা মিষ্টিমুখ করাচ্ছেন তাকে। অন্য একটি ভিডিওতে আনন্দআসরে জামাই সৌম্য রায়ের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে পি সি সরকার জুনিয়রকে। 


সৌম্যর পরনে ছিল প্রিন্টেড পাঞ্জাবি, লাল ধুতি এবং মাথায় মুকুট, গলায় হার। জানা গেছে, হবু জামাইকে হীরের বোতাম দিয়ে আশীর্বাদ করেছেন পি সি সরকার। বিয়ের একাধিক ছবিও সামনে এসেছে। একটি ছবিতে দেখা গিয়েছে কনে মৌবনী মাঝে দাঁড়িয়ে, একপাশে দিদি জাদুকর মানেকা সরকার। অন্যপাশে টলি অভিনেত্রী দেবশ্রী রায়। এছাড়াও মৌবনীর শুভদৃষ্টির ছবিও প্রকাশ্যে। রবিবার সকালে গায়ে হলুদের তোরজোড়ও ছিল ঘরে। হলুদ শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন মৌবনী। এদিন সোশাল মিডিয়াতে ছবিগুলো বেশ ভাইরাল হয়। শনিবার মেহেন্দি অনুষ্ঠানে তিনি হাত ভরে মেহেন্দি পরেন এবং হবু স্বামীর নামের আদ্যাক্ষর লিখেন। 

মৌবনী সরকারের পাত্র চন্দননগর নিবাসী সৌম্য রায়, পেশায় রিসার্চ অ্যানালিস্ট, এদিন সাতপাকে বাঁধা পড়লেন। সব মিলিয়ে, জাদুসম্রাট কন্যার বিয়ের অনুষ্ঠান যেন এক চাঁদের হাট—রঙিন, আনন্দঘন ও স্মরণীয় মুহূর্তে ভরা।  

You might also like!