নয়াদিল্লি, ৩ ডিসেম্বর : শ্রম আইনের বিরোধিতায় বুধবার সংসদ ভবন চত্বরে ধর্না প্রদর্শন করলেন বিরোধীরা। সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী প্রমুখ ধর্না কর্মসূচিতে অংশ নেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁরা স্লোগান দিতে থাকেন। এদিকে, কেন্দ্রীয় ফান্ডের দাবিতে এদিন তৃণমূল কংগ্রেস সাংসদরাও সংসদ চত্বরে ধর্না দেন।
বিরোধীদের ধর্না কর্মসূচির নিন্দা করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, "এই লোকজন কেবল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ধরনের কাজ করে, কারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। সংসদের বাইরে, তারা স্পিকারের বিরুদ্ধে কথা বলে; এই ধরনের কাজ করা ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই।"
CPI(M) MPs joined INDIA bloc MPs to protest the anti-worker labour codes on the third day of the Parliament Winter Session. pic.twitter.com/vczWX4pz64
— CPI (M) (@cpimspeak) December 3, 2025
