Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

kolkata

1 month ago

Suvendu Adhikari: তৃণমূলের ফুচকা ব্যঙ্গ, অভিষেককে আক্রমণ; শুভেন্দুর দিকে কটাক্ষের নিশানা

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিজেপির ‘নকল’ ছন্দ যেন নতুন নয়। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নকল করে ফুচকা খেতে গিয়ে বিপাকে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুহূর্তেই তোপের মুখে পড়লেন তিনি—তৃণমূলের বিদ্ধ কটাক্ষ যেন কাকের পালক ময়ুরের গায়ে লাগানোর মতো, যা শুভেন্দুকে চাপে ফেলেছে।

দিন কয়েক আগে দুর্গাপুজোর মধ্যে মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে মন্ডপ সংলগ্ন স্টলে ফুচকা খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু ফুচকাই খাননি, জনসংযোগ সেরেছেন। ফুচকা খাওয়ার পাশাপাশি ভিনরাজ্যে গিয়ে হেনস্থার শিকার হয়ে রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গেও অনেকক্ষণ কথা বলে তাঁদের দুর্দশা, অভাব অভিযোগের কথা শুনেছেন তিনি। সকন্যা অভিষেকের ফুচকা খাওয়ার দৃশ্য তুমুল ভাইরাল হয়। দিন কয়েকের ব্যবধানে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতোই ফুচকা খেতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা কৌস্তভ বাগচীকে।

যার জেরে অভিষেককে নকল বা টুকলি করার কটাক্ষ শুনতে হল বিরোধী দলনেতাকে। শুভেন্দু অভিষেককে অনুসরণ করেই এই ঘটনা ঘটিয়েছেন বলে খোঁচা দিয়েছে শাসক দল। বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে সঙ্গে নিয়ে ফুচকা খাচ্ছিলেন শুভেন্দু। এই দৃশ্য সোশাল মিডিয়ায় সামনে আসতেই তৃণমূলের দুই মুখপাত্র খোঁচা দিয়েছেন তাঁকে। দলীয় মুখপাত্র তথা কাউন্সিলর অরূপ চক্রবর্তী সোশ‌্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ময়ূরের পালক গায়ে লাগালেই কাক ময়ূর হয়ে যায় না। দিনের শেষে কাক কাকই থাকে।’ আরেক মুখপাত্র সুদীপ রাহা লিখেছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে বেলতলার নেড়ুর সঙ্গে ফুচকা খাচ্ছেন হাম্পিং ডাম্পিং অধিকারী! আগামী দিন জয় বাংলাও বলবেন!’


You might also like!