Game

3 weeks ago

English Football League: ইংলিশ ফুটবল, ইপিএলের মাস-সেরা হলান্ড

Erling Holland
Erling Holland

 

লন্ডন, ১১ অক্টোবর : প্রিমিয়ার লিগে সেপ্টেম্বর মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগে ‘প্লেয়ার অব দা মান্থ’ নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। ২০২২ সালের জুলাইয়ে সিটিতে যোগ দেওয়ার পরের মাসেই স্বীকৃতিটি পান তিনি। এরপর ২০২৩ সালের এপ্রিল ও ২০২৪ সালের আগস্টে পান এই সম্মাননা। গত মাসে লিগে তিন ম্যাচ খেলে পাঁচ গোল করেন হলান্ড। সতীর্থের একটি গোলে সরাসরি ভূমিকাও রাখেন নরওয়ের এই ফুটবলার।

You might also like!