Game

1 month ago

FIFA WC 2026 Qualifiers: ফিনল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে নেদারল্যান্ডস

FIFA WC 2026 Qualifiers
FIFA WC 2026 Qualifiers

 

আমস্টারডাম, ১৩ অক্টোবর : বিশ্বকাপ বাছাইয়ের 'জি' গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডস আতিথ্য দিয়েছিল ফিনল্যান্ডকে। র‍্যাঙ্কিংয়ে ডাচদের থেকে বেশ পিছিয়ে থাকা ফিনল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ডাচরা। এই জয়ে ২০২৬ বিশ্বকাপের কাছে চলে গেল নেদারল্যান্ডস। পুরো ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখেছিল নেদারল্যান্ডস। ম্যাচের প্রথমার্ধে তিনবার বল জালে জড়ায় ডাচরা। দ্বিতীয় হাফে একটি গোল করে স্বাগতিকরা। ম্যাচের অষ্টম মিনিটে ডাচদের এগিয়ে দেন মালান। ১৭ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ফন ডাইক। আর ৩৮ মিনিটে ডাচদের তৃতীয় গোলটি করেন মেম্ফিস দিপাই। ৮৪ মিনিটে ফিনল্যান্ডের কফিনে শেষ গোল গাকপোর। 'জি' গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেদারল্যান্ডস। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে পোল্যান্ড।

You might also like!