Entertainment

1 hour ago

Aryan Khan: নাইটক্লাবের ব্যালকনি থেকে মধ্যমা—বেঙ্গালুরুতে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে আরিয়ান খান

Aryan Khan
Aryan Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের নভেম্বরের মাদক সংক্রান্ত কাণ্ডে নাম জড়ানোয় আরিয়ান খানকে একসময় হেনস্থার মুখে পড়তে হয়েছিল রীতিমতো। তখন সমাজমাধ্যমে তাঁকে নিয়ে চলেছিল যথেচ্ছ ঠাট্টা, কটাক্ষ, ব্যঙ্গ—কারও ভাষায় তিনি ছিলেন ‘বিগড়ে যাওয়া ধনী বাবার ছেলে’, আবার কেউ বলেছিলেন ‘নায়কের ছেলে বলে অপরাধ করেও রেহাই পাবে।’ রাজকীয় মন্নতের বিলাসিতা ছেড়ে টানা এক মাস তাঁকে কাটাতে হয়েছিল জেলের অন্ধকারে। সেই কঠিন অধ্যায় পার করে অবশেষে ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের হাত ধরে পরিচালনায় নাম লেখান আরিয়ান। তবু যেন বিতর্ক তাঁর পিছন ছাড়ছে না। 

সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত বেঙ্গালুরুতে। গত ২৮ নভেম্বর বন্ধুবান্ধবদের সঙ্গে সেখানকার এক নাইটক্লাবে যান আরিয়ান। তাঁর সঙ্গে ছিলেন কর্নাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের ছেলে মোহাম্মদ নালাপদ। তারস্বরে গান, আলোর ঝলকানি, উত্তেজনায় ভরা ভিড়—সব মিলিয়ে ভক্তদের উল্লাস চরমে ওঠে বাদশাপুত্রকে দেখে। ব্যালকনিতে দাঁড়িয়ে সবাইকে হাত নাড়ে আরিয়ান, আর সেই সময়ই ক্যামেরায় ধরা পড়ে তাঁর মধ্যমা প্রদর্শন। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে, আর বেঙ্গালুরুর বহু নাগরিক সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ আবার অশোকনগর থানাকে ট্যাগ করে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন।

ঘটনার পর পুলিশও তৎপর হয়ে ওঠে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয় ক্লাবের ম্যানেজারকে। বিশেষত জানতে চাওয়া হয়—আরিয়ান কি ভিড়ের মাঝে দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য এমন করেছিলেন? নাকি এর পিছনে অন্য কোনো কারণ ছিল? যদিও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে শহরজুড়ে সৃষ্টি হওয়া প্রতিক্রিয়া দেখে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। 


You might also like!