দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নারীশক্তিকে প্রাধান্য! কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা আনতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। আগামী পাঁচ বছরের মধ্যে ব্যাঙ্কের মোট মহিলা কর্মীর সংখ্যা ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর পাশাপাশি, দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কিং সংস্থাটি এবার থেকে সরাসরি মহিলাদের জন্য ৩০ শতাংশ পদ সংরক্ষিত রাখারও ঘোষণা করেছে।
বর্তমান স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ায় ২.৪ লক্ষেরও বেশি কর্মচারী রয়েছে। যা দেশের যেকোনও প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ এবং ব্যাঙ্কিং সেক্টরেও সর্বোচ্চ। সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিশোর কুমার জানিয়েছেন, বর্তমানে এসবিআই-এর ফ্রন্টলাইন মহিলা কর্মীর সংখ্যা ৩৩ শতাংশ। তবে সামগ্রিকভাবে এই সংখ্যা ২৭ শতাংশ। এই সংখ্যাই বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থায় লিঙ্গ বৈষম্য দূর করতে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
কেবল চাকরি প্রদান করেই ক্ষান্ত দেবে না ভারতের বৃহত্তম ব্যাঙ্কিং সংস্থাটি। পাশাপাশি মহিলাদের জন্য একাধিক স্বাস্থ্য প্রকল্পের ব্যবস্থা করছে। তা মধ্যে রয়েছে মহিলাদের জরায়ু এবং স্তন ক্যানসারের পরীক্ষা। এছাড়াও গর্ভবতী কর্মীদের জন্য পুষ্টি ভাতা চালু করার পরিকল্পনা করা হয়েছে। মহিলা থানার মতোই এসবিআইয়ের মহিলা শাখা রয়েছে। বর্তমানে গোটা দেশে ৩৪০টি মহিলা পরিচালিত শাখা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। নারী ক্ষমতায়নে আগামী দিনে এই সংখ্যা বাড়াতে ব্যবস্থা নেবে ব্যাঙ্কটি।