Entertainment

6 hours ago

Aneet Padda: মাঠের বাইরেও হিট অনীত! পশুপ্রেমে এবার ফ্যানদের মন জয় করলেন তারকা

Aneet Padda
Aneet Padda

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা প্রেমের ফিল্ম 'সাইয়ারা'-র নায়িকা অনীত পড্ডা ২০২৫ সালের অন্যতম সফল অভিনেত্রী। অনীতের সহজ-সরল স্বভাব, অনাড়ম্বর জীবনযাপন এবং আন্তরিক ব্যবহার তাঁকে ভক্তদের কাছে করে তুলেছে আরও কাছের। তাই সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনরা তাঁকে স্নেহভরে ডাকেন— ‘মোস্ট রিলেটেবল গার্ল’।

সম্প্রতি অনীতের নতুন এক পোস্ট আবারও জয় করেছে অনুরাগীদের মন। মুম্বইয়ের উপকণ্ঠে অবস্থিত একটি পশু আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন তিনি। সারাদিন কাটিয়েছেন উদ্ধার করা ও পথের পশুদের সঙ্গে খেলাধুলা করে, খাওয়ানোয়, আর তাদের সঙ্গেই ভাগ করেছেন নিঃস্বার্থ ভালোবাসা। অনীত সকলকেও আহ্বান জানিয়েছেন এমন উদ্যোগে অংশ নিতে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যারা অসহায় পশুদের উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন ও যত্নের কাজ করে, তাদের সঙ্গেই সময় কাটিয়েছেন অনীত।

সেই মুহূর্তগুলোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘কিছু সময় কাটালাম এমন কিছু প্রাণীর সঙ্গে, যারা ভাষা ছাড়াই ভালোবাসা দিতে জানে। জামায় লেগে রইল তাদের লোম, আর বুকে ভরল এক অপার শান্তি। এই সংস্থাকে ধন্যবাদ, তারা আমাকে মনে করিয়ে দিল জীবনে সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিস কী। তাদের অক্লান্ত পরিশ্রম, নিবেদন ও ভালোবাসা আমাকে গভীর ভাবে অনুপ্রাণিত করেছে। আমাকে এমন সময় কাটানোর সুযোগ দেওয়ার জন্য, আর বিনিময়ে এত ভালোবাসা পাওয়ার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ।’

You might also like!