
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আশপাশের মানুষের কাছ থেকে সম্মান পেতে কে না চায়! তবে মনে রাখা জরুরি — সম্মান চাওয়া যায় না, অর্জন করতে হয়। আপনি কতটা সম্মান পাবেন, তা সম্পূর্ণ নির্ভর করে অন্যের প্রতি আপনার ব্যবহার ও আচরণের উপর। তাই সর্বত্র সম্মানিত হতে কিছু অভ্যাস গড়ে তোলা খুবই প্রয়োজন, যে অভ্যাসগুলো আপনাকে করবে সবার থেকে আলাদা ও শ্রদ্ধার যোগ্য। চলুন দেখে নেওয়া যাক, সেই অভ্যাসগুলো কী কী।
১. এককথার মানুষদের সকলেই পছন্দ করেন। প্রতিশ্রুতি দিলে তা পূরণ করা আবশ্যক। যা করতে পারবেন না, সেটা করার আশ্বাস দেবেন না। কথার খেলাপ করা মানে বিশ্বাসযোগ্যতা নষ্ট করা।
২. যে কোনও সম্পর্কের মূল ভিত্তি হল কথা বলা। এর অর্থ শুধু নিজের কথা স্পষ্টভাবে জানানো নয়। বরং উলটো দিকের লোকের কথাটাও শোনা জরুরি। উলটোদিকের মানুষ কী বলছে, তা মন দিয়ে শুনুন। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩. সকলের প্রতি সহানুভূতিশীল হন। উলটোদিকের মানুষটা কেমন, তার অর্থনৈতিক পরিস্থিতি কেমন তা বিচার করতে যাবেন না। প্রয়োজনে সকলের পাশে দাঁড়ান। সহযোগিতার হাত বাড়ান। তবে এই হাত বাড়ানোর অর্থ আর্থিক সহায়তা ভাবার কোনও কারণ নেই।
৪. চাপের মুখে শান্ত থাকাটা একটা গুণ। যা আর পাঁচজনের থেকে আলাদা করে তোলে আপনাকে। মনে রাখবেন, যে কোনও পরিস্থিতি শান্তভাবে সামাল দেওয়াই নেতার মূল গুণ।
৫. শেখার কোনও বয়স নেই। মানুষ প্রতিমুহূর্তেই শেখে। তাই শেখা বন্ধ করবেন না। মাথায় রাখুন, জীবনের প্রতিক্ষেত্রে যে কারোর থেকেই শেখা যায়। পাশাপাশি নিজের জ্ঞান ভাগ করে নিন অন্যের সঙ্গে।
