দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নদিয়ার চাকদহে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ইডি: জাল পাসপোর্ট মামলায় কাঠমিস্ত্রি, তাঁর ভাই (রাজমিস্ত্রি) এবং বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ওই গ্রামে যান তাঁরা। জিজ্ঞাসাবাদের জন্য কাঠমিস্ত্রি, তাঁর ভাই এবং বাবাকে আটক করেছে ইডি।
সোমবার সকাল ৬টা নাগাদ হানা দেন চারজন ইডি আধিকারিক। চারটি গাড়িতে করে ১২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও ছিলেন ইডি আধিকারিকদের সঙ্গে। তদন্তকারীরা ওই কাঠমিস্ত্রি বিপ্লব ও তাঁর ভাই বিপুলকে জিজ্ঞাসাবাদ করে। খতিয়ে দেখা হয় পাসপোর্ট এবং বিভিন্ন নথি। প্রায় ৫ ঘন্টা তল্লাশি চালান আধিকারিকরা। বিপ্লব ও তাঁর ভাই বিপুলের পাসপোর্ট জান কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক জাল পাসপোর্ট মামলায় গ্রেপ্তার হয়। তাকে জেরা করে উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার গেদে সীমান্তের বিভিন্ন জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা। সম্প্রতি নদিয়ার শিবপুর থেকে ইন্দুভূষণ হালদার নামে একজন গ্রেপ্তার হয়। জানা গিয়েছে, পাকিস্তানি নাগরিক আজাদের সঙ্গে আবার যোগাযোগ রয়েছে ইন্দুভূষণের। তাঁর চাকদহে সাইবার ক্যাফে ছিল। সেখান থেকেই নাকি তৈরি হত একের পর এক জাল পাসপোর্ট। ইডি সূত্রে খবর, তিনশোরও বেশি জাল পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। ইন্দুভূষণ নাকি আজাদের পাসপোর্ট পুনর্নবীকরণ করে দিয়েছিল। ইন্দুভূষণের সঙ্গে যোগসূত্র রয়েছে বিপ্লব সরকারের। আর সেই যোগসূত্র খতিয়ে দেখতেই কাঠমিস্ত্রি বিপ্লব, তাঁর রাজমিস্ত্রি ভাই এবং বাবাকে আটক করেছে। বিপ্লবের পাসপোর্ট এবং ব্যাঙ্ক সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মোবাইলের কললিস্টও পরীক্ষা নিরীক্ষা করছে ইডি। বলে রাখা ভালো, এর আগেও জাল পাসপোর্ট কাণ্ডে চাকদহে তিনবার হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। SIR আবহে পাসপোর্ট মামলায় ইডির তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
