Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

International

1 week ago

Afghanistan:আতঙ্কে কাঁপছে আফগানিস্তান, তিন মাসে চতুর্থ ভূমিকম্পে মৃত ১০, বহু মানুষ আহত

Afghanistan  earthquake
Afghanistan earthquake

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান: সোমবার সকালে মাজার-ই-শরিফে ৬.৩ রিখটার স্কেলের কম্পন, ১০ জনের মৃত্যু, আহত আড়াইশোর বেশি।ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে আফগানিস্তানে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ভূমিকম্পের জেরে দু’হাজারেও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন সেদেশে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। পার্বত্য অঞ্চল মাজার-ই-শরিফে সোমবার ভোররাতে কম্পন অনুভূত হয়। স্থানীয় স্বাস্থ্য় বিভাগের মুখপাত্র সামিম জোয়ান্ডা জানান, প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যু হয়েছে। ১৫০ জন আহত। তবে বেলা বাড়তে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ১০। হু হু করে বাড়ছে আহতের সংখ্যাও।

উদ্ধারকারী দল ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ এলাকায় কাজ শুরু করেছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে হাসপাতালগুলিকে। উদ্ধারকাজে শামিল হয়েছে সেদেশের সেনাও। তবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আবারও ওই এলাকায় কম্পনের সম্ভাবনা রয়েছে। তার জেরে হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়বে বলে অনুমান উদ্ধারকারীদের।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দু’বার কম্পন হয় আফগানিস্তানে। ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। গতমাসের মাঝামাঝিও ৫.২ রিখটার স্কেলে কেঁপে ওঠে আফগানিস্তান। ‘বন্ধু’র বিপদে সাহায্য পাঠিয়েছিল ভারত। মাত্র তিন মাসের ব্যবধানে চতুর্থবার প্রকৃতির রোষে আফগানিস্তান। আসলে  ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে, হিন্দুকুশ অঞ্চলে অবস্থানের কারণে আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। ২০২৩ সালের অক্টোবরেও ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে পশ্চিম আফগানিস্তানে। সেই ঘটনায় প্রায় ২০০০ জনের মৃত্যু হয়। 

You might also like!