দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গর্বিত মুহূর্ত: ৫২ বছর পর দেশের জন্য বিশ্বকাপ জিতল ভারতের মেয়েরা, ঐতিহাসিক এই জয়ে ১৯শে নভেম্বরের দুঃখ ভোলালেন তাঁরা, যা চিরকাল মনে রাখবে বিশ্ব।কিন্তু, এই জয় আসার পরে একটা বিষয় নিয়ে বেশ জলঘোলা হচ্ছে, গতকাল সমাজ মাধ্যমে একটি মন্তব্য বেশ ঘুরছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য, রাত ৮টার পরে মেয়েদের বাইরে বেরনো উচিত নয়, বা না বেরনো-ই ভাল! গতকাল থেকেই আলোচনায় উঠে আসছে সেসব কথা। রাত ১২টার পর মেয়েগুলো জয় ছিনিয়ে আনল, মধ্যরাতে দেশের মানুষ রাস্তায় বেরিয়ে উচ্ছাস-উদযাপনে মেতে উঠেছিল? নানা প্রসঙ্গ উঠে আসে। মেয়েদের এই মধ্যরাতে জয় কি আবারও একবার নানা প্রশ্ন তুলল? এই প্রসঙ্গেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা জানতে চেয়েছিল শ্রীলেখার কাছে...
অভিনেত্রী যে কী ভীষণ ঠোঁটকাটা- সেকথা অনেকেই জানেন। আর সরকার পক্ষের প্রসঙ্গ হলে তো তিনি মন্তব্য করতে পিছপা হন না। তিনি বললেন, "মুখ্যমন্ত্রী তো এটা দাবি করবেন, যে ওখানে এত লোক, ওখানে স্টেডিয়াম, ওখানে আবার নিরাপত্তার অভাব আছে নাকি! তো মেয়েরা যদি ঘরে বস থাকত, তাহলে কি কাপ-টা জিততে পারত? বড় বড় ক্রিকেটারদের কেউ জিজ্ঞেস করছে না কেন, যারা বলেছিল, মেয়েদের ক্রিকেট খেলা তাঁর পছন্দ না। আর যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত ধরে নাচেন, তাঁরা বলতে পারবেন।"
একসময় রাত-দখলে বিরাটভাবে সক্রিয় ছিলেন তিনি। রাতের পর রাত রাস্তায় কাটিয়েছেন, মেয়েদের সুরক্ষার স্বার্থে তিনি অনেকবার কথা বলেছেন। যে রাতে বেরোনো নিয়ে এত কথা, সেই রাতের অন্ধকার ভেদ করে মেয়েরা ছিনিয়ে আনল জয়। শ্রীলেখা বলছেন, "মেয়েদের তো ঘেরাটোপে আটকে রাখা হয়েছে। নাহলে রাত দখলের ডাক তো তারাই দিয়েছিল। ছেলেরা দেয় নি। সেখান থেকে মেয়েরা এসেছিল। মেয়েরা তো জানে, এই দেশে নিরাপত্তা নিয়ে অভাব আছে। কিন্তু কোনও দৃষ্টান্ত-মুলক শাস্তি হয়নি। উল্টে তাদের বলা হয়েছে রাতে বেরিও না। এই যে রিচা ঘোষ - ও যদি বাংলার মেয়ে। ও যদি হুমকি ধমকি শুনে বাড়িতে বসে থাকত, তাহলে তো এটা হত না। তাঁর দলের অন্যান্য লোকের সঙ্গে ঘরে ঢুকে থাকলে তো কাপ আসত না। মেয়েদের আর কতদিন এভাবে রাখবে ধামাচাপা দিয়ে? মেয়েরা কোন কাজটা পারে না যেটা ছেলেরা পারে?"যদিও, অভিনেত্রীর দাবি মেয়েদের দাবিয়ে রাখার নেপথ্যে তারাও কিছুটা দায়ী। বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী-রাষ্ট্রপতি সকলেই মহিলা। যারা তাদের সঙ্গে থাকে তারাও মহিলা। আমার তাদের কাছে এটাই প্রশ্ন, আপনারা কি কিছু পোস্ট করছেন?"
