
নয়াদিল্লি, ২৭ অক্টোবর : দিওয়ালির সময়ে দিল্লি ও সংলগ্ন এলাকায় যে ভয়াবহ আতশবাজি ও পটকা ফাটানো হয়েছে, তারই প্রভাবে রাজধানীর বাতাসে এখনও ভারী বাদামি পর্দার মতো ঝুলে রয়েছে ভাসমান কণার স্তর। দিল্লিতে শ্বাস–প্রশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে রাজধানীকে একটু অক্সিজেন দিতে কৃত্রিম বৃষ্টি’ বা ‘ক্লাউড সিডিং’-এর প্রয়োগ করতে চলেছে দিল্লি প্রশাসন। প্লেন বা ড্রোনের মাধ্যমে দিল্লির উপর মেঘের স্তরে ছড়িয়ে দেওয়া হবে ‘বৃষ্টির বীজ’। অঝোরে বৃষ্টি নামলে সেই জলধারাতেই ধুয়ে যাবে যাবতীয় দূষিত কণা — এমনটাই পরিকল্পনা।
রাজধানীতে যে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করা হয়েছে, সেটা দূষণ থেকে বাঁচার জন্য। প্রশাসন জানিয়েছে, সব কিছু ‘পরিকল্পনা মতো’ চললে আগামী বুধবার, অর্থাৎ ২৯ অক্টোবর এই প্রযুক্তি প্রয়োগ করা হবে।
যদিও দিল্লির সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক সায়েন্সের দুই বিজ্ঞানী শাহজাদ গনি ও কৃষ্ণ অচ্যুত রাও কৃত্রিম বৃষ্টির বিরোধিতা করে জানিয়েছেন, বায়ুদূষণের মূল কারণ অনুসন্ধান করে সেটা দমন করতে না পেরে শেষ পর্যন্ত এই ভাবে বিজ্ঞানের অপব্যবহার করা হচ্ছে। তাঁদের মতে, এই ভাবে কয়েক কোটি টাকা খরচ করে আপাতত হয়তো দূষণ কমানো সম্ভব। কিন্তু কিছুদিন পরেই শীত নামলে তখন দিল্লিতে ফের এমনই বায়ুদূষণ দেখা দেবে।
