Country

13 hours ago

ISRO Rocket Launch Today: রবিবার শ্রীহরিকোটা থেকে সিএমএস-০৩ উৎক্ষেপণ করবে ইসরো

ISRO’s 'Bahubali' LVM3-M5 rocket to launch
ISRO’s 'Bahubali' LVM3-M5 rocket to launch

 

শ্রীহরিকোটা, ২ নভেম্বর : ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রবিবার বিকেল ৫টা ২৬ মিনিটে দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস-০৩ উৎক্ষেপণ করবে। উৎক্ষেপণ সম্পন্ন হবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। উৎক্ষেপণ করা হবে ৪,০০০ কেজির উপগ্রহ সিএমএস-০৩। উৎক্ষেপণে ব্যবহৃত হবে দেশের সবচেয়ে শক্তিশালী রকেট এলভিএম-৩। এলভিএম-৩ সর্বোচ্চ ৪,০০০ কেজি পর্যন্ত উপগ্রহ বহন করতে সক্ষম। এলভিএম৩-এম৫ রকেট হল ইসরোর পঞ্চম সক্রিয় ফ্লাইট। ইসরোর তরফে জানানো হয়েছে, ভারতের মাটি থেকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও)-তে প্রতিস্থাপন করা হবে উপগ্রহটিকে। এলভিএম৩-এম৫ রকেটে করে মহাকাশে পাড়ি দেবে।

বিশেষভাবে ভারতীয় নৌবাহিনীর যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করবে। এছাড়া উপগ্রহটি দূরবর্তী অঞ্চলে উচ্চ ক্ষমতার ব্যান্ডউইথ সরবরাহ করবে, যা নাগরিক ও সরকারি সংস্থার ডিজিটাল সংযোগ উন্নত করবে এবং কৌশলগত কাজে সহায়ক হবে। ইসরো আরও জানানো হয়েছে, রবিবার যে সিএমএস-০৩ উপগ্রহ উৎক্ষেপণ করা হবে, তা মহাসাগরের বিস্তৃত এলাকার তথ্য দেবে। উৎক্ষেপণের ২৪ ঘণ্টার কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়েছে। বিজ্ঞানীরা শেষ মুহূর্তের পরীক্ষা সম্পন্ন করছেন। উৎক্ষেপণ সম্পন্ন হবে শ্রীহরিকোটার প্রথম লঞ্চ প্যাড থেকে।

You might also like!