Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Entertainment

1 week ago

SRK King Character: . আর নয় রোমান্স! 'কিং' ছবিতে 'খতরনাক' ভিলেনের ভূমিকায় শাহরুখ খান— নিজেই জানালেন গোপন তথ্য

SRK King Character
SRK King Character

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি— সব জায়গাতেই দেখা যায়, বয়স বাড়লেও অনেক নায়করা পর্দায় নিজেদের 'চার্মিং ও ফ্ল্যামবয়েন্ট' ভাবমূর্তি ধরে রাখতে মরিয়া। বার্ধক্যের কারণে শারীরিক গড়ন বা চেহারা আগের মতো না হলেও, অভিনেতাদের একাংশ 'হিরো ইমেজ' ভাঙতে রাজি নন। এর ফলে অবশ্য মাঝেমধ্যে তাঁদের কটাক্ষ ও সমালোচনার মুখেও পড়তে হয়েছে।

সাম্প্রতিক সময়ে এমন উদাহরণ কম নেই। কিন্তু শাহরুখ খান হেঁটেছেন সম্পূর্ণ ভিন্ন পথে। 'জওয়ান' ছবিতে পাক ধরা চুল-দাঁড়িতে অ্যাকশন করে তিনি বুঝিয়ে দিয়েছেন, ভবিষ্যতেও তিনি সাবলীলভাবে এহেন চরিত্রে ছক্কা হাঁকাতে প্রস্তুত।আর এই সুযোগটাই লুফে নিয়েছেন সুজয় ঘোষ এবং সিদ্ধার্থ আনন্দের মতো পরিচালকরা। তৈরি হয়েছে শাহরুখ খানের নতুন ছবি 'কিং'-এর প্লট, যেখানে বুড়ো হাড়েই তাঁকে হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যে 'ভেলকি' দেখাতে দেখা যাবে।

কেমন চরিত্রে দেখা যাবে শাহরুখকে এই ছবিতে? ‘কিং’ ঘোষণার পর থেকেই সেই কৌতূহল তুঙ্গে। এবার ষাটে পা রেখে নিজেই সেই কৌতূহলের পারদ চড়ালেন হালকা ইঙ্গিত দিয়ে। শাহরুখ বলছেন, “কিং-এর গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। সিদ্ধার্থ, সুজয়রা খুব যত্ন নিয়ে চরিত্রটা সাজিয়েছেন। কিং আদতেই মন্দ লোক। একজন খুনি। অনেক মানুষ করেছে । তাই কিং আদতেও কতটা ভিলেন, আশা করি সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভীষণ ডার্ক ক্যারেক্টার। ধূসর চরিত্র আর কী! মারাত্মক নির্মম, খতরনাক একজন মানুষ কিং। তাহলে বুঝতেই পারছেন ছবিতে আমার চরিত্রটা কেমন?” কানাঘুষো, ছবিতে একই চরিত্রে ভিন্ন সময়কালের প্রেক্ষাপটে ধরা দেবেন শাহরুখ। যুবক বয়সে রাঘব জুয়ালের সঙ্গে সংঘাতে জড়াবেন আর বৃদ্ধ বাদশাকে দেখা যাবে অভিষেক বচ্চনের সম্মুখ সমরে। তবে দু’ক্ষেত্রেই তুখড় অ্যাকশন সিকোয়েন্স রয়েছে কিং খানের।

উল্লেখ্য, দর্শক-অনুরাগীদের কাছে শাহরুখ ‘রোম্যান্স কিং’ হলেও কেরিয়ারের গোড়া থেকে বহুবার ‘ব্যাড বয়’ হিসেবে ধরা দিয়েছেন। সে তালিকায় ‘ডর’, ‘আনজাম’, ‘বাজিগর’, ‘ডন’-এর মতো ছবিগুলি রয়েছে। কিন্তু ষাটের দোরগোড়ায় এসে ফের কেন এমন হাইভোল্টেজ খলচরিত্র বাছলেন তিনি? এপ্রসঙ্গে শাহরুখের উত্তর, “অভিনেতা হিসেবে বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করা খুব দরকার। বিশেষ করে একেকটা গল্পকে একেক আঙ্গিকে দর্শকদের পাতে পরিবেশন করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোনওটা রোম্যান্টিক, কোনওটা কমিক আবার কোথাও নায়ক হিসেবে চরিত্রের মদ্য দিয়ে অনুপ্রেরণা জোগাতে হয়। আর আমি সেটাই চেষ্টা করছি। কারণ ১-২ বছরে হয়তো একটা বড়মাপের ভালো সিনেমা করি আমি। কারণ আজকাল সিনেমা তৈরি করাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই আমার মনে হয়, যেটুকু কাজ করব সেটা যেন ভালো করে করতে পারি, যাতে দর্শকরা নিরাশ না হন।”

You might also like!