Entertainment

1 day ago

Rukmini Maitra: হঠাৎই ছন্দপতন! অভিনেত্রী রুক্মিণীর হাতে স্যালাইনের চ্যানেল! আরোগ্য কামনায় অনুরাগীমহল

Rukmini Maitra
Rukmini Maitra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন।  রুক্মিণী মৈত্র-র এহেন ছবি দেখে অনুরাগী মহলে তীব্র উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। তবে কিছুদিন ধরেই তাঁর শিডিউলে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। সিনেমা হলে রুক্মিণী ছাড়াই, প্রচার সারছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। রুক্মিণী জানিয়ে ছিলেন, তিনি জ্বরে আক্রান্ত। ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করেছিলেন। পরবর্তীতে হঠাৎই রুক্মিণী সোশাল মিডিয়ায় জানালেন, তাঁর শারীরিক অবস্থার কথা। হাসপাতালের বিছানায় শুয়েই পোস্ট করলেন ছবি। ছবিতে দেখা গেল হাতে স্যালাইনের চ্যানেল, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। রুক্মিণী সেই পোস্টে লিখলেন, হাল ছাড়িনি, লড়াই চলছে…

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রুক্মিণীর অভিনীত ছবি ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। ভক্তদের প্রচুর ভালোবাসা অর্জন করেছেন অভিনেত্রী। শুধুমাত্র বাংলাতেই নয়, জাতীয় স্তরেও প্রচুর খ্যাতি অর্জন করেছে এই ছবি।  ‘বিনোদিনী’ পরিচালক রামকমল মুখোপাধ্যায় রুক্মিণীর অসুস্থতার সেই ছবি শেয়ার করে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, “তুমি প্রকৃতঅর্থে একজন যোদ্ধা রুক্মিণী। মনে আছে, আমাদের সিনেমার সেই সংলাপটা- এই জেদটা কোনওদিন ছাড়িস নে…।” পরিচালকের পোস্টেও অনেকে বিনোদিনীর আরোগ্য কামনা করেছেন।

শনিবার রাতে অভিনেত্রী সমাজমাধ্যমে তাঁর শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করেন। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ার খবর দিয়ে রুক্মিণী জানিয়েছিলেন, ‘১০২ জ্বরে আক্রান্ত গতকাল থেকে। কিন্তু আমার মনের জোর এখনও অদম্য।’ তিনি এদিন আরও লেখেন, ‘রুক্মিণীর ভাইরাল হয়েছে। কিন্তু বিনোদিনীর সঙ্গে দেখা করে আসুন আপনার কাছের সিনেমা হলে।’ 

রুক্মিণী মৈত্রের আসন্ন ছবি গুলোর মধ্যে রয়েছে “হাঁটি হাঁটি পা পা” এবং “দ্রৌপদী”, যেখানে তার অভিনয় নিয়ে অনেকেই আগ্রহী। সম্প্রতি মুক্তি প্রাপ্ত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ নিয়ে ময়দানে লড়ে যাচ্ছেন অভিনেত্রী। শহরের বিভিন্ন প্রান্তে টিমের সঙ্গে জোরদার প্রচার চালিয়েছেন। রিলিজের পর যখন দর্শক, সমালোচকরা মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন, তখনও কিন্তু বিশ্রাম নেননি রুক্মিণী। কিন্তু হঠাৎই ছন্দপতন। তবে ইতিমধ্যেই রুক্মিণীর অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। 






You might also like!