
কারুর, ১ নভেম্বর : তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হয়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনার তদন্তে সিবিআই-এর তৎপরতা শুরু হয়েছে। কারুরের ভেলুচামিপুরমে সিবিআই আধিকারিকরা শনিবার দ্বিতীয় দিনের তদন্ত শুরু করেছেন। একটি ৩ডি লেজার স্ক্যানার ডিভাইস ব্যবহার করে এদিন সিবিআই আধিকারিকরা পরিমাপ এবং ম্যাপিংয়ের কাজ শুরু করেছেন। গতকাল তদন্তের প্রথম দিনে, ভেলুচামিপুরম এলাকায় ৩০০ মিটার বিস্তৃত একটি ৩ডি লেজার স্ক্যানার ডিভাইস ব্যবহার করে পরিমাপের কাজ করা হয়েছিল। শনিবারও চলছে তদন্তের কাজ। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর কারুরে অভিনেতা বিজয়ের দল টিভিকে-র সমাবেশে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার সমর্থক। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। সেই ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়। সেই ঘটনারই তদন্ত করছে সিবিআই।
