Country

2 hours ago

BJP leading in 19 seats in Delhi: দিল্লিতে ১৯টি আসনে এগিয়ে বিজেপি, হতাশায় কেজরিওয়ালের এএপি

BJP leading in 19 seats in Delhi
BJP leading in 19 seats in Delhi

 

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি : দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে আপাতত ১৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর আম আদমি পার্টি এগিয়ে রয়েছে মাত্র ৫টি আসনে। শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনা, সন্ধ্যা ৬টার মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

দিল্লিতে মোট বিধানসভা আসনের সংখ্যা ৭০। ম্যাজিক ফিগার ৩৬, অর্থাৎ ৭০-এ ৩৬ পেলেই সরকার গঠন সম্ভব। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, ১৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং আম আদমি পার্টি ৫টি আসনে এগিয়ে রয়েছে। ইতিমধ্যেই হতাশা দেখা যাচ্ছে এএপি শিবিরের নেতাদের মধ্যে।

You might also like!