Game

3 hours ago

English League Cup: আর্সেনালকে হারিয়ে ফাইনালে নিউক্যাসল

English League Cup (Symbolic picture)
English League Cup (Symbolic picture)

 

লন্ডন, ৬ ফেব্রুয়ারি : সেন্ট জেমস পার্কে বুধবার রাতে আর্সেনালকে ২-০ গোলে হারাল নিউক্যাসল,দুই অর্ধে দুই গোল করে লিগ কাপের ফাইনালে উঠল নিউক্যাসল। প্রথমার্ধের ১৯ মিনিটে জ্যাকব মার্ফি নিউক্যাসলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে ব্যবধান বাড়ান অ্যান্থনি গর্ডন। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠল নিউক্যাসল। প্রথম লেগেও ২-০ গোলে জিতেছিল নিউক্যাসল। ২০২২-২৩ আসরের ফাইনালে উঠে নিউক্যাসল ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছিল। এক মরসুম বাদে আরেকটি ফাইনালে লড়বে দলটি, লিভারপুল অথবা টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে।

You might also like!