নাগপুর, ৬ ফেব্রুয়ারি : প্রায় ১৫ মাস পর একদিনের ক্রিকেট খেলতে নামছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে প্রথম একাদশে রাখা হয়েছে তাঁকে। রুট সবশেষ এক দিনের ম্যাচ খেলেছেন ভারতেই, ২০২৩ সালের ১১ নভেম্বর কলকাতায় বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির কথা মাথায় রেখে দেশের সফলতম টেস্ট ব্যাটসম্যানকে এক দিনের দলে ফিরিয়ে এনেছে ইংল্যান্ড। চ্যাম্পিয়নশিপের আগে রুট ফিরে আসায় খুশি অধিনায়ক জস বাটলার। তাঁর চোখে রুট সব সংস্করণে সেরাদের একজন। বাটলার বলেছেন,"সব ফরম্যাটে এই খেলার সেরাদের একজন রুট। তাঁর কেরিয়ারের এই পর্যায়ে তাঁকে পেয়ে আমি রোমাঞ্চিত।"